তুমুল বৃষ্টি শুরু কলকাতায়, জানালা ধাক্কাচ্ছে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ ৫ জেলায়

 তুমুল ঝড়-বৃষ্টি শুরু কলকাতায়।  জানলায় ধাক্কাচ্ছে ঝোড়ো হাওয়া। তুমুল বৃষ্টি শুরু কলকাতা, উত্তর ২৪ পরগণায় ইতিমধ্য়েই।

Web Desk - ANB | Published : May 21, 2022 11:11 AM IST / Updated: May 21 2022, 05:51 PM IST

 তুমুল ঝড়-বৃষ্টি শুরু কলকাতায়। হাওয়া অফিস, আগেই জানিয়েছিল, বিকেলেই ঝাপিয়ে বৃষ্টি শুরু হবে। বইবে ঝোড়ো হাওয়া। বিশেষ করে রাজ্যের ৫ জেলার জন্য পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে বলতে বলতেই আকাশ ঢাকল কালো মেঘে। জানলায় ধাক্কাচ্ছে ঝোড়ো হাওয়া। তুমুল বৃষ্টি শুরু কলকাতা, উত্তর ২৪ পরগণায় ইতিমধ্য়েই। বেহালা,বারাসাত প্রায় পূর্বাভাস মিলিয়ে সব জায়গায় জোর বৃষ্টি শুরু হয়েছে। দমকা হাওয়ায় স্বস্তি ফিরছে কলকাতায়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, মৌসুমি বায়ু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অতিক্রম করে বঙ্গোপসাগরের উপর দিয়ে অনেকটা এগিয়ে এসেছে। রাজস্থান থেকে অসম পর্যন্ত একটি অক্ষ রেখা গিয়েছে। যেটি উত্তরপ্রদেশ , বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এরফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।  শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এবং জানা গিয়েছে ,  কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনাA রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি থাকবে।অপরদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ব্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে। 

আরও পড়ুন, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ জুনেই, মাসেই শুরুতেই মাধ্যমিকেরও, কোন পথে সংসদ

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্য়েই ঢুকে গিয়েছে বর্ষা। বিবৃতি জারি করে জানিয়েছে মৌসম ভবন। বিবৃতিতে বলা হয়েছে,  আন্দামান ও নিকোবরে বর্ষা এসে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।  মৌসম ভবন জানিয়েছে,  আন্দামান ও নিকোবরে বর্ষা এসে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে।দ্বীপপুঞ্জে তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া এখন বর্ষার অগ্রগতির পক্ষে অনুকূল রয়েছে। এরপকম পরিস্থিতি থাকলে বর্ষা আরও ২-৩ দিনে খানিকটা অগ্রসর হবে।অপরদিকে, দেশের রাজধানী দিল্লি -সহ বেশ কিছু রাজ্য়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশে আগামী ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।  দুই দিন পর তাপপ্রভাবের সতর্কবার্তা রয়েছে ওড়িশা এবং বিধর্ভে।

আরও পড়ুন, 'বাংলাদেশি নাগরিককে নির্বাচিত করার চেষ্টা, এই দলের রেজিস্ট্রেশন বাতিল করা উচিত', বিস্ফোরক শুভেন্দু

আরও পড়ুন, মুখোমুখি হতে পারেন মমতা-শুভেন্দু, জল্পনা বাড়িয়ে অপেক্ষায় সারা বাংলা

Share this article
click me!