কাটছে বৃষ্টির ভ্রুকুটি, সপ্তাহান্তেই ফের জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে, কলকাতায় কত নামল পারা

রাজ্যজুড়ে ফের নতুন করে ফিরতে শুরু করেছে শীতের আমেজ। এদিকে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর।

সরস্বতী পুজোর পরপরই আচমকাই বৃষ্টির হাত ধরে রাজ্য থেকে কার্যত বিদায়ের পথ ধরেছিল শীত। কিন্তু তারপর সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের ভোল বদলাতে শুরু করেছে। এমতাবস্থায় গত ২ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত পারাপতন দেখতে পাওয়া গেল। যার জেরে রাজ্যজুড়ে ফের ফিরতে শুরু করেছে শীতের আমেজ। এদিকে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আর এখানেই মুখে হাসি ফুটেছে শীত প্রেমী মানুষদের মনে।

এদিকে দিনকয়েক আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা ছিল। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু বর্তমানে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সরস্বতী পুজো ও তারপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আকাশের যে মুখভার ছিল, তা শনিবার থেকেই কাটতে শুরু হয়েছে। যার কারণে আগে কয়েকদিন ঝলমলে আকাশই দেখতে পাবে বঙ্গবাসী। সহজ কথায় আগামী পাঁচদিন কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে।

Latest Videos

আরও পড়ুন-লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে ওটিপি, ফের শহরে বড়সড় সাইবার জালিয়াত চক্রের হদিশ

অন্যদিকে আগামী কয়েকদিনই গোটা রাজ্যে উত্তরে হাওয়ার দাপট জারি থাকবে বলেও জানা যাচ্ছে। আর সেই কারণেই ভালোমতো তাপমাত্রার পারা পতন দেখতে পাওয়া যাবে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি শহরে। শুক্রবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও পারদ নিম্নমুখী থাকবে বলেই জানা যাচ্ছে। উত্তরবঙ্গের রাজ্যগুলিতে আগামী বৃহস্পতিবার অবধি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে আপাতত আকাশ পরিষ্কার থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন-রাজ্যপাল বিধানসভার অধিবেশন স্থগিত করতেই ফের আক্রমণে ফিরহাদ, উঠল রাষ্ট্রপতি প্রসঙ্গও

তবে বুধবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দিন ও রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। রবিবারের পর সকালে সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। এদিকে দিঘায় গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১  ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি কম।  দিঘায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। ফলে স্বভাবতই শীতের শেষ লগ্নে ফের নিজের রূপ মাধুর্য নিয়ে হাজির হয়েছে দিঘা। কার্যত শীতের শেষবেলায় সেখানেও নেমেছে পর্যটকদের ঢল।

আরও পড়ুন-সর্বভারতীয় তৃণমূলের নতুন কর্মসমিতির ঘোষণা পার্থর, মমতার তালিকায় ঠাঁই ২০ নেতার, থাকছেন অভিষেকও

 

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury