সংক্ষিপ্ত
এদিনই তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতির সদস্যের নামও ঠিক হয়ে যায়। বৈঠক শেষে ২০ জনের নাম ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। জাতীয় কর্মসমিতি থাকছেন অভিষেক বন্দোপাধ্যায়।
কলকাতা পৌরসভা ভোটের অনেক আগে থেকেই ‘এক ব্যক্তি এক পদ’ বিষয়টি নিয়ে তৃণমূলের অন্দরে আলোচনা চলছিল। এই বিষয়টি কার্যকরী করতে এর আগে সবচেয়ে বেশি সক্রিয় হতে দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Trinamool All India General Secretary Abhishek Banerjee)। যা নিয়ে আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেই। এদিকে এক ব্যক্তি এক পদ বিতর্কের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসদের বিশেষ বৈঠক বসে কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে (Home of Trinamool supremo Mamata Banerjee in Kalighat)। এদিনই তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতির সদস্যের নামও (Name of the new member of the Trinamool National Working Committee) ঠিক হয়ে যায়। বৈঠক শেষে ২০ জনের নাম ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। জাতীয় কর্মসমিতি থাকছেন অভিষেক বন্দোপাধ্যায়। এদিকে নতুন কর্মসমিতিতে অভিষেক থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিলই।
এদিকে দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই কর্মসমিতিতে রয়েছেন মোট ১৯ জন। তবে আজ এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় মোট ১৬ জনের নাম ঘোষণা করেছেন। তালিকায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়,বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, রাজীব ত্রিপাঠী, গৌতম দেব, মলয় ঘটক, অনুব্রত মণ্ডল। এদিকে পার্থ চট্টোপাধ্যায় ঘোষিত তালিকায় নাম নেই মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের। যা নিয়েও শুরু হয়েছে নতুন চর্চা।
আরও পড়ুন- বৈরিতা ভুলে ভোটমুখর বিধাননগরে হাগ ডে-তে কোলাকুলি সব্যসাচি-জয়প্রকাশের, তুঙ্গে জল্পনা
আরও পড়ুন- কী বলছে সংবিধানের ১৭৪ নম্বর ধারা, কোন ক্ষমতা বলে বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল
তবে এই ক্ষেত্রে মনে রাখা ভালো এখনও পর্যন্ত কর্মসমিতির পদাধিকারীর নাম ঘোষণা করা হয়নি। এদিকে পার্থ জানান, শীঘ্রই নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে এই তালিকা। যদিও ১৬ জনের নাম ঘোষণা হলেও তালিকায় থাকা বাকি চার জন কারা তা নিয়ে শুরু হয়েছে চাপা গুঞ্জন। তবে এদিন বিশেষ কোন বিষয়ে আলোচনা হয়েছে, স্পষ্ট করেননি পার্থ বাবু। অন্যদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আই-প্যাক ও তৃণমূলের ভবিষ্যৎ প্রসঙ্গও এড়িয়ে গিয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন অনেকে। এমতাবস্থায় জাতীয় রাজনীতির ময়দানে আগামীতে তৃণমূলের নতুন রূপ কতটা উন্মোচিত হয় এখন সেটাই দেখার।
আরও পড়ুন- শিলিগুড়িতে তৃণমূল বা বিজেপি ক্ষমতায় এলে মেয়র নিয়ে চলবে টানাপোড়েন, তোপ অশোকের