ভালোবাসার দিন উদযাপন গুগল ডুডলে, হোম পেজ খুলতেই মিলল থ্রিডি ধাঁধা

আজ ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) পালনে ব্যস্ত। লাল গোলাপ দিয়ে মনের মানুষকে প্রেম প্রস্তাব দিতে কিংবা তার হাতে হাত রেখে দিনটি উপভোগ করছেন অনেকে। এই ভালোবাসা উদযাপন থেকে বিরত নেই গুগলও। সে কারণে সকাল সকাল তার হোম পেজে (Home Page) উঠে এসেছে ভালোবাসার বার্তা। 

সারা বিশ্বের সকল প্রেমিক প্রেমিকা আজ ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) পালনে ব্যস্ত। লাল গোলাপ দিয়ে মনের মানুষকে প্রেম প্রস্তাব দিতে কিংবা তার হাতে হাত রেখে দিনটি উপভোগ করছেন অনেকে। এই ভালোবাসা উদযাপন থেকে বিরত নেই গুগলও। সে কারণে সকাল সকাল তার হোম পেজে উঠে এসেছে ভালোবাসার বার্তা। হোম পেজে রয়েছে একটি ইন্টারেক্টিভ থ্রিডি ডুডল। তার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে ছোট একটি প্রেমের গল্প। 

গুগল আজ সেজেছে নীল, বেগুনি, গোলাপী রঙে। Google-এর অক্ষরের ঠিক মাঝে অর্থাৎ Goo-র পর রয়েছে একটি হার্ট। যার মধ্যে বসে দুটি হ্যামস্টার। সেখেনে ক্লিক করলে দেখা যাচ্ছে এতে অন্যকে গোলাপ উপহার দিচ্ছে। তারপর সেই হার্ট থেকে নেমে দুজনে দু প্রান্তে পৌঁছে গিয়েছে। এই সময় বাজছে সুন্দর একটি মিউজিক। গুগল ডুডল আজ রয়েছে এমনই একটি পাজল। 

প্রতি বছর এক সপ্তাহ ধরে চলে প্রেমের সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক (Valentine’s Week)। একে একে আসে চকোলেট ডে, টেডি ডে (Teddy day), প্রমিস ডে (Promise day), হাগ ডে (Hug Day), কিস ডে (Kiss Day) আর শেষে ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে দিনটির নামকরণ করা হয় ভ্যালেন্টাইন্স ডে হিসেবে। পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারি দিনটি পোপ গেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ করতেই দিনটি পালন করা হয়। 

কমপিউটার, ল্যাপটপ, মোবাইল যেখান থেকেই আজ গুগল খুলবেন দেখতে পারেন ভালোবাসার এই মেসেজ। অনুভব করবেন উৎসবের আমেজ। গুগল আজ সেজেছে ভালোবাসার দিন উদযাপন করতে। তবে এই প্রথম নয়। আজকাল প্রায়ই খবরে আসে গুগল ডুডল। কখনও কোনও বিখ্যাত ব্যক্তির জন্মদিন কিংবা মৃত্যুদিন পালন করতে কিংবা কোনও বিশেষ দিন উদযাপনে গুগল গুগলে মেলে এমন চিত্র। শেষ ২৬-এ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সাজতে দেখা গিয়েছিল গুগলকে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের বিভিন্ন উপাদানের সমন্বয়ে এদিন সংস্থার পক্ষ থেকে একটি বিশেষ ডুডল তৈরি করা হয়েছিল। ডুডলে ছবি একটি হাতি, একটি ঘোড়া, একটি কুকুর এবং উঠ। একটি তবলা, প্যারেডের রাস্তা, আইকনিক উষ্ট্র বাহিনী ব্যান্ডের স্যাক্সোফেন, পায়রা এবং জাতীয় পতাকার তিনটি রং।  

আরও পড়ুন: হিরের আংটি নাকি ব্রেসলেট, ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয়জনকে দিতে পারেন চমকপ্রদ কিছু উপহার

Latest Videos

আরও পড়ুন: ভালোবাসার সপ্তাহ জুড়ে পেটপুজো, স্পেশ্যাল কোন মেনু সাজিয়ে রেখেছে দ্য ইয়লো টার্টেল

আরও পড়ুন: কেন ১৪ ফেব্রুয়ারি পালন করা হয় ভ্যালেন্টাইন্স ডে, রইল অজানা কাহিনি
  
 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury