বিশ্বের সকল প্রেমিক প্রেমিকা ভ্যালেন্টাইন্স ডে-তে ভালোবাসার (Love) বিনিময় করে থাকেন। উপহার আদান প্রদানের মাধ্যমে পালন করা হয় দিবস। প্রিয়জনের প্রতি ভালোবাসার প্রকাশ করে। তবে, জানেন কি কেন ১৪ ফেব্রুয়ারি পালন করা হয় ভ্যালেন্টাইন্স ডে। জেনে নিন ইতিহাস।
চলছে ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) পালনের প্রস্তুতি। বিশ্বের সকল প্রেমিক প্রেমিকা এই দিনটি ভালোবাসার (Love) বিনিময় করে থাকেন। চিঠি, গোলাপ এবং উপহার আদান প্রদানের মাধ্যমে পালন করা হয় দিবস। প্রিয়জনের প্রতি ভালোবাসার প্রকাশ করে। তবে, জানেন কি কেন ১৪ ফেব্রুয়ারি পালন করা হয় ভ্যালেন্টাইন্স ডে। জেনে নিন ইতিহাস।
সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে দিনটির নামকরণ করা হয় ভ্যালেন্টাইন্স ডে হিসেবে। পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারি দিনটি পোপ গেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ করতেই দিনটি পালন করা হয়।
জানেন কি কে ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন্স? জানা যায়, তিনি একজন ধর্ম প্রচারক, পুরোহিত ও চিকিৎসক ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন (Saint Valentines)। তিনি ছিলেন রোমের বাসিন্দা। রোমান সৈন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহের অনুষ্ঠান করতেন। তিনি তার জীবন ভালোবাসার জন্য উৎসর্গ করেছিলেন। সেই কারণে এই দিনটি পালন করা হয়।
ইতিহাস ঘাঁটলে জানা যায়, রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস মনে করতেন, অবিবাহিত সৈন্যরা বিবাহিত (Married) সৈন্যদের চেয়ে বেশি দক্ষ। সেই কারণে তিনি একটি আইন চালু করেন। যেখানে বলা হয়েছিল, সেনাবাহিনীতে যোগদান করলে বিয়ে করা যাবে না। সেন্ট ভ্যালেন্টাইন এই আইন প্রসঙ্গে জানতে পারেন। তিনি এই আইনের বিরোধীতা করেন। তিনি সৈন্যদের গোপনে বিয়ে দিতেন। সকলের মনে ভালোবাসা জাগিয়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যান। এই কাজের খরবর পৌঁছায় রাজার কানে। তিনি সেন্ট ভ্যালেন্টাইনের জন্য তাকে কারাদণ্ডের নির্দেশ দেন। কারাগারে তিনি একটি অন্ধ মেয়ের চিকিৎসা করেন তিনি। সেই অন্ধ মেয়েটিকে তিনি ভালোবেসে ফেলন। এই খবর রাজার কানে পৌঁছালে তিনি সেন্ট ভ্যালেন্টাইন-কে (Saint Valentines) মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে তাঁর প্রেমিকার উদ্দেশ্যে তিনি একটি চিঠি লেখেন। এই ঘটনার পর থেকে দিনটি ভালোবাসার দিন হিসেবে পালিত হয়।
এই দিনটি প্রিয় জনকে উৎসর্গ করা হয়। প্রতি বছর এক সপ্তাহ ধরে চলে প্রেমের সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক (Valentine’s Week)। একে একে আসে চকোলেট ডে, টেডি ডে (Teddy day), প্রমিস ডে (Promise day), হাগ ডে (Hug Day), কিস ডে (Kiss Day) আর শেষে ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে।
আরও পড়ুন: ভ্যালেন্টইন্স ডে-তে কলকাতার সেরা প্রেম করার জায়গা, রইল ১০ কাপল পার্কের হদিশ
আরও পড়ুন: মোবাইলে ভ্যালেন্টাইন ডে-র আকর্ষণীয় অফারের লিঙ্ক, এক ক্লিকেই ঘনাতে পারে বড় বিপদ
আরও পড়ুন: হিরের আংটি নাকি ব্রেসলেট, ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয়জনকে দিতে পারেন চমকপ্রদ কিছু উপহার