চুল পড়ার সমস্যা দূর হবে হেয়ার মাস্কের গুণে, রইল পাঁচটি ঘরে তৈরি মাস্কের হদিশ

চুল পড়ার সমস্যা থেকে বাঁচতে কেউ কেউ বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করেন, তো কেউ পার্লারের (Parlour) গিয়ে হেয়ার স্ট্রিটমেন্ট করান। গ্যাঁটের কড়ি খরচ করে সব সময় যে লাভ হয় এমন নয়। এবার ব্যবহার করুন ঘরোয়া মাস্ক। চুল পড়ার সমস্যা দূর হবে হেয়ার মাস্কের (Hair Mask) গুণে, রইল পাঁচটি ঘরে তৈরি হেয়ার মাস্কের হদিশ।

অধিক চুল পড়ার (Hair Fall) সমস্যায় কম-বেশি সকলেই আমরা ভুক্ত ভোগী। সমস্যা থেকে বাঁচতে কেউ কেউ বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করেন, তো কেউ পার্লারের (Parlour) গিয়ে হেয়ার স্ট্রিটমেন্ট করান। গ্যাঁটের কড়ি খরচ করে সব সময় যে লাভ হয় এমন নয়। এবার ব্যবহার করুন ঘরোয়া মাস্ক। চুল পড়ার সমস্যা দূর হবে হেয়ার মাস্কের (Hair Mask) গুণে, রইল পাঁচটি ঘরে তৈরি হেয়ার মাস্কের হদিশ। 

একটি পাত্রে ডিমের (Egg) হলুদ অংশ নিন। তাতে মেশান হাফ কাপ দুধ । এবার দিন দুই টেবিল চামচ লেবুর রস। আর অবশ্যই মেশাবেন সামান্য অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার মিশ্রণটি সিঁথি থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। ডিম, দুধ যেমন চুলে পুষ্টি জোগাবে, তেমনই খুশকির সমস্যা দূর হবে পাতিলেবুর গুণে। সঙ্গে বন্ধ হবে চুল পড়ার সমস্যা।  

Latest Videos

টক দই (Yogurt), অ্যাপেল সিডার ভিনিগার (Apple Cider Viniger) ও মধু দিয়ে মাস্ক বানাতে পারেন। একটি পাত্রে আধ কাপ টক দই নিয়ে তাতে ২ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার মেশান। সঙ্গে দিন ১ চা চামচ মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান।  মিশ্রণটি সিঁথি থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। বন্ধু হবে চুল পড়ার সমস্যা। 

কলা (Banana) ও নারকেল তেল দিয়ে মাস্ক বানাতে পারেন। অর্ধেক কলা নিয়ে চটকে নিন। তার সঙ্গে মেশান ২ টেবিল চামচ নারকেল তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি সিঁথি থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। 

ক্যাস্টর অয়েল (Castor Oil), নারকেল তেল ও অ্যালোভেরা জেল (Alo vera gel)  দিয়ে হেয়ার মাস্ক বানাতে পারেন। প্রথমে অ্যালোভেরা জেলের পাতা কেটে জেলে বের করে নিন। এবার সেই জেলের সঙ্গে মেশান নারকেল তেল ও ক্যাস্টর অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।  

একটি পাত্রে ডিমের হলুদ অংশ নিন। তার সঙ্গে মেশান ২ টেবিল চামচ টক দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১ দিন এই মাস্ক ব্যবহারেই বন্ধ হবে চুল পড়ার সমস্যা।  

আরও পড়ুন- দোলে সাদা পোশাকে হোলি খেললে দূর হবে অশান্তি জেনে নিন কেন সাদা রং- কে বলা হয় অত্যন্ত শুভ

আরও পড়ুন- দোলের আগেই খানা সজনে-সরষে, রেসিপি জেনে স্বাদের সমুদ্রে ডুব দিন

আরও পড়ুন- বাড়িতে বানিয়ে ফেলুন এই মিষ্টি, আর কমিয়ে ফেলুন ওজন, সঙ্গে জয়েন্ট পেইন থেকে মুক্তি পান

Share this article
click me!

Latest Videos

চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে হিন্দুদের মহামিছিল বাংলাদেশের রংপুরে, দেখুন | Chinmay Krishna Das
Bangladesh ইস্যুতে অবশেষে মুখ খুললেন Mamata Banejee, দেখুন কী বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : 'সোমবার বর্ডার-এ বুঝিয়ে দেবো ইউনূসকে' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
Hooghly-তে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে ED-র বড়সড় অভিযান! এলাকায় উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
‘Bangladesh Pakistan-এর মতো অন্ধকারে নেমে যাবে’ ঝাঁঝালো মন্তব্য BJP নেতা Samir Mondal-এর