ত্বক উজ্জ্বল হবে চন্দনের গুণে, রইল চন্দন দিয়ে তৈরি পাঁচটি প্যাকের হদিশ

আজ রইল চন্দনের তৈরি কয়টি প্যাকের হদিশ। চন্দন ব্যবহারে খুব সহজেই ত্বক (Skin) উজ্জ্বল হবে। সঙ্গে দূর হবে ব্রণর দাগ। তাছাড়া যাদের মুখে কালো প্যাচ (Black Patch) আছে তারা অবশ্যই ব্যবহার করুন এই প্যাক। দেখে নিন কীভাবে বানাবেন এই প্যাকগুলো।  

উজ্জ্বল দাগহীন ত্বক কে না চায়। এর জন্য চলে কত রকম কসরত। কখনও বাজার চলতি দামি দামি প্রোডাক্টের (Products) ব্যবহার তো কখনও ঘরোয়া প্যাক। কিন্তু, সব সময় যে সব টোটকা কাজে লাগে এমন নয়। আজ রইল চন্দনের তৈরি কয়টি প্যাকের হদিশ। চন্দন ব্যবহারে খুব সহজেই ত্বক (Skin) উজ্জ্বল হবে। সঙ্গে দূর হবে ব্রণর দাগ। তাছাড়া যাদের মুখে কালো প্যাচ (Black Patch) আছে তারা অবশ্যই ব্যবহার করুন এই প্যাক। দেখে নিন কীভাবে বানাবেন এই প্যাকগুলো।  

চন্দন  ও হলুদ
একটি পাত্রে টক দই নিয়ে তাতে ১ চা চামচ চন্দনের গুঁড়ো ও ১ চা চামচ হলুদ বাটা (Turmeric) মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে ত্বকের লাগান। মিশ্রণটি শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল করলে ও যে কোনও সংক্রমণ থেকে মুক্তি পেতে এই প্যাক বেশ উপকারী।  

Latest Videos

চন্দন ও গোলাপ জল 
একটি পাত্রে চন্দন বাটা নিন তাতে মেশান অল্প পরিমাণ গোলাপ জল (Rose Water)। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। চন্দন ও গোলাপ জলের প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হবে। আর ত্বকের পিএইচ মাত্রা ঠিক থাকে গোলাপ জলের গুণে। ত্বক উজ্জ্বল করতে বেশ উপকারী এই প্যাক। 

চন্দন ও বেসন
চন্দন ও বেসন দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে চন্দন পাউডার নিন। তাতে মেশান সম পরিমাণ বেসন (Besan) ভালো করে মিশিয়ে প্যাক বানান। মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাকেন গুণে ত্বকে জমে থাকা সব নোংরা দূর হবে। সঙ্গে ত্বক উজ্জ্বল হবে। 

চন্দন ও অ্যালোভেরা জেল
একটি পাত্রে চন্দন বাটা ও সম পরিমাণ অ্যালোভেরা জেল (Alo Vera Gel) নিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। চন্দনের গুণে ত্বক উজ্জ্বল হবে। আর এই প্যাকে থাকা অ্যালোভেরা ত্বকে এনে দেবে তারুণ্য। সঙ্গে ত্বকে ময়েশ্চার জোগাবে। 
 
চন্দন, টমেটো রস ও মুলতানি মাটি
দেড় চা চামচ চন্দন গুঁড়ো, দেড় চা চামচ টমেটো (Tomato) রস, সম পরিমাণ মুলতানি মাটি নিয়ে ভালো করে মেশান। গোলাপ জল দিন। ভালো করে মিশিয়ে প্যাক লাগান। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।  

আরও পড়ুন- ছোট থেকেই বাচ্চাকে এই পাঁচ বিষয় শিক্ষা দিন, তবেই সন্তান আপনার বাধ্য হবে

আরও পড়ুন- ঘুরে আসতে পারেন দার্জিলিং বা গ্যাংটক, হোলিতে বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা পূর্ব রেলের

আরও পড়ুন- হার্ট রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে রাখতে গরমে প্রতিদিন পান করুন ডাবের জল
 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul