করোনার থেকে বাঁচতে অমিতাভের আট টিপস, স্বাস্থ্যমন্ত্রকের ডাকে বিগ-বি
করোনার প্রকোপ থেকে বাঁচতে মানতে হবে নিয়ম
অমিতাভ বচ্চন দিলেন আট গাউড লাইন
স্বাস্থ্যমন্ত্রকের কথা মেনে চলতে হবে
বিস্তারিত জানতে ফোন করতে হবে হেল্পলাইনে
Jayita Chandra | Published : Apr 15, 2020 6:23 AM IST / Updated: Apr 15 2020, 12:08 PM IST
করোনার থাবা গোটা বিশ্ব জুরে। একের পর এক দেশ লক ডাউন করে দেওয়া হয়েছে এই রোগ ঠেকাতে। বর্তমানে দেশের ছবিটাও একই রকম। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ১১,০০০ জনের বেশি সংখ্যক মানুষ। এমনই পরিস্থিতিতে থমকে গিয়েছে বিশ্ব। লক ডাউন করা হয়েছে মানুষকে গৃহবন্দি করতে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একাধিক ক্ষেত্রে। এ লড়াই সর্বস্তরে। প্রতিটা পদক্ষেপেই পাশে রয়েছেন তারকারা।
দেশে করোনার থাবা পড়তেই তৎপর হয়েছিল সকলেই। সাধ্যমত তারকারা সাধারণ মানুষকে জানিয়েছেন কী কী উপায় নিজেকে করোনার থাবা থেকে বাঁচানো যায়। কী কী নিয়ম পাল করতে হবে! এবার স্বাস্থ্য মন্ত্রকের ডাকে সাড়া দিয়ে অমিতাভ দিলেন আট টিপস।
১. কাশির সময় ও হাঁচির সময় মুখ রুমাল বা টিসু ঢেকে রাখতে হবে। ২. টিসুকে ঢাকা ডাস্টবিবে ফেলে দিতে হতে। যাতে তা থেকে ছড়িয়ে না পড়ে। ৩. নাক, মুখ ও চোখ হাত দিয়ে স্পর্শ করা যাবে না। ৪. ভিড়ের মধ্যে যাওয়া যাবে না। দুরত্ব বজায় রাখতে হবে। ৫. গায়ে জ্বর থাকলে অন্যদের থেকে দুরে থাকতে হবে। ৬. করোনার উপসর্গ দেখা দেওয়া মাত্রই ডাক্তারের কাছে যেতে হবে। ৭. হাসপাতালে যাওয়ার সময় ও হাসপাতালে মুখে মাস্ক বা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। ৮. মাঝে মাঝেই ২০ সেকেন্ড ধরে হাত সাবান দিয়ে ধুতে হবে।
নিজেকে বাঁচাতে দেশকে বাঁচাতে নিয়মের পালন করাটা প্রয়োজন। বিস্তারিত জানতে ফোন করতে হবে স্বাস্থ মন্ত্রকের হেল্পলাইনে- ০১১ ২৩৮৭৮০৪৬ বা ১০৭৫-এ।