ডিপ্রেশন কাটাতে আর গর্ভস্থ ভ্রুণের স্বাস্থ্য় ভালো রাখতে নিয়মিত বিন খান

  • স্য়ুপ থেকে শুরু করে ফ্রায়েডরাইস, বিনের জুড়ি নেই
  • ১৩০ রকমেরও বেশি বিন পাওয়া যায়
  • মন ভালো রাখতে বিনের জুড়ি নেই
  • গর্ভস্থ ভ্রুণের স্বাস্থ্য় ভালো রাখতেও বিন খাওয়া দরকার

স্য়ুপ থেকে ফ্রায়েডরাইস, সর্বত্র দাপিয়ে বেড়ায় বিনএকশো তিরিশেরও বেশিরকম বিন পাওয়া যায়ভিটামিন-এ, ভিটামিন-সি, ফলিক অ্য়াসিড ও ফাইবারের দারুণ উৎস হল বিন

১৫০ গ্রাম বিন থেকে পাওয়া যায় ২৮ ক্য়ালোরি পাওয়া যায় ০.৫৫ গ্রাম ফ্য়াট, ৫.৬৬ গ্রাম কার্বোহাইড্রেট, ২.৬ গ্রাম ফাইবার, ১.৯৪ গ্রাম সুগার, ১.৪২ গ্রাম প্রোটিন, ১৭ মিলিগ্রাম ক্য়ালশিয়াম, ১.২ মিলিগ্রাম আয়রন, ১৮ মিলিগ্রাম ম্য়াগনেশিয়াম, ৩০ মিলিগ্রাম ফসফরাস, ১৩০ মিলিগ্রাম পটাশিয়াম, ২৪ মাইক্রোগ্রাম ভিটামিন-এ, ৫২.৫ মাইক্রোগ্রাম ভিটামিন-কে, ৩২ মাইক্রোগ্রাম ফোলেট এছাড়াও থাকে থিয়ামিন, রাইবোফ্লেভিন ইত্য়াদি

Latest Videos

এতে থাকে প্রচুর পরিমাণে ক্লোরোফিল যখন আমরা মাংস গ্রিল করে খাই, বা যেকোনও গ্রিল ফুড খাই, তার একটা কারসিনোজেনিক এফেক্ট থাকে  এই এফেক্টকে রোধ করতে পারে বিনে থাকা ক্লোরোফিল ডিপ্রেশন কমাতে ফোলেটের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বিনে থাকে যথেষ্ট পরিমাণে ফোলেট
সেরাটোনিন, ডোপামিনের মতো ফিলগুড হরমোনগুলোর উৎপাদনে ভালো কাজ করে বিনতাই বিন খেলে মন ভাল থাকেডিপ্রেশনও কমেভিটামিন-কে হাড়ের স্বাস্থ্য়রক্ষায় খুব ভালো কাজ করেএককাপ বিনে থাকে ১৪.৪ মাইক্রোগ্রাম ভিটামিন-কে  ভিটামিন-কে আমাদের দৈনিক যা প্রয়োজন, এককাপ বিন থেকে তার ২০ শতাংই পাওয়া যায়

গর্ভস্থ ভ্রণের জন্য় অত্য়ন্ত প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণে ফোলিক অ্য়াসিড এবং সেইসঙ্গে আয়রনও বটে এককাপ বিন থেকে দৈনিক প্রয়োজনের ১০ শতাংশ ফোলিক অ্য়াসিড ও ৬ শতাংশ আয়রন পাওয়া যায় অতএব বিন খান নিয়মিত

Share this article
click me!

Latest Videos

Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M