এই কয়টি উপহার আরও স্পেশ্যাল করে তুলবে হাগ ডে, জেনে নিন কী কী

সকলে আজ ভালোবাসার মানুষকে প্রেমের আলিঙ্গন (Hug) করে পালন করছে হাগ ডে।  আজ মনের মানুষকে শুধু হাগ করলেই হল না, সঙ্গে দিনটি উদযাপন করতে তাকে উপহার দিন। রইল পাঁচটি উপহারের (Gifts) হদিশ। এই কয়টি উপহার দিনটিকে আরও স্পেশ্যাল করে তুলবে।

ভালোবাসার মানুষকে আলিঙ্গন করবেন এ আর নতুন কী। তবে প্রেম সপ্তাহে একটা দিন শুধু এই আলিঙ্গনের জন্য নির্দিষ্ট করা হয়। আজ ভ্যালেন্টাইন্স উইকের ষষ্ঠ সপ্তাহ। রোজ ডে দিয়ে শুরু হয়েছে সপ্তাহ। রোজ ডে, চকোলেট ডে, টেডি ডে-র পর আজ প্রমিস ডে। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক (Valentines Week)। সকলে আজ ভালোবাসার মানুষকে প্রেমের আলিঙ্গন করে পালন করছে হাগ ডে।  আজ মনের মানুষকে শুধু হাগ করলেই হল না, সঙ্গে দিনটি উদযাপন করতে তাকে উপহার দিন। রইল পাঁচটি উপহারের হদিশ। এই কয়টি উপহার দিনটিকে আরও স্পেশ্যাল করে তুলবে। 

প্রেমিকার মন কাড়তে উপহার দিন সবার আগে। একটি বড় মাপের বাক্সে টেডি (Teddy) আর গোলাপ (Rose) ভরে সুন্দর করে সাজিয়ে নিন। টেডি ডে তে এই উপহার থাক মনের মানুষের জন্য। সব মেয়েরাই কম-বেশি টেডি পছন্দ করে। কিন্তু, রোড ডে-র উপহার হিসেবে মিনি টেডি মন কাড়বে।
 
আজ এই বিশেষ দিয়ে আংটি দিয়ে দিনটি পালন করুন। ফুল আর আংটি (Ring) উপহার দিন তাকে। আজ কাস্টমাইজ রিং পরিয়ে দিন তার হাতে। আজকের দিনটা অন্য রকম করে তুলবে আজকের দিনটি। আজ কোনও রেস্তোরাঁয় যাওয়ার প্ল্যান করুন। সম্ভব হলে ক্যান্ডেল লাইট ডিনারে যান দুজনে। সেখানে গিয়ে তার হাতে পরিয়ে দিন এই কাস্টমাইজ আংটি। 

পারফিউম উপহার দিন মনের মানুষকে। বেস্ট গিফটের মধ্যে পারফিউম (Perfume) একটি। আজ মনের মানুষকে একটি পারফিউম আর ফুলের বুকের উপহার দিন। এই উপহার দিয়ে আলিঙ্গন করুন। তার পছন্দের ব্যান্ড্রের উপহার দেবেন। এই উপহার আলাদা মাত্রা যোগ করবে আজকের দিনটিকে। 

আজ চকোলেট (Chocolate) বানিয়ে চমক দিন তাকে। এটাই হবে এবছরের সেরা উপহার। ইন্টারেনট ঘেঁটে সহজেই এই রেসিপি পেয়ে যাবেন। তাই আর দেরি না করে বানিয়ে ফেলুন ভ্যালেন্টাইন্স উইকের স্পেশ্যাস চকোলেট। এই উপহার মন কাড়বে সকলের।  

একটি গোলাপ নয়, বরং মনের মানুষকে উপহার দিন গোলাপের বুকে (Rose Bouquet)। সুসজ্জিত এই বুকে একেবারে অন্য রকম করে তুলবে এই স্পেশ্যাল দিনটি। ফুলের বুকের কাজ এবার উপহার দিন মনের মানুষকে। হাগ ডে-তে এর থেকে স্পেশ্যাল উপহার আর কিছুই হতে পারে না। 

আরও পড়ুন: প্রেম সপ্তাহে দূর করুন দাম্পত্য কলহ, এই পাঁচ টোটকায় দূর হবে সকল অশান্তি

Latest Videos

আরও পড়ুন: প্রেম সপ্তাহ কাটছে একা একা, জেনে নিন সিঙ্গেলরা কীভাবে পালন করবেন

আরও পড়ুন: ভালোবাসার মানুষকে এইভাবে জানান হাগ ডে শুভেচ্ছা, ভালবাসুন মন খুলে
 

Share this article
click me!

Latest Videos

Myanmar-Thailand কাঁপল ভয়াবহ জোড়া ভূমিকম্পে! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, কাঁপল Kolkata-ও
'তুমি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী', মমতার সামনেই গর্জে উঠলেন UK-এর এসএফআইয়ের সদস্যরা
'এদের কী সাহস! বলছে হিন্দু বলে কেউ থাকবে না', মোথাবাড়ির ঘটনায় ক্ষোভ উগরে চরম হুঁশিয়ারি সুকান্তর
‘বিরোধীরা গোপন মিটিং করছে যা শুনলে গায়ে কাঁটা দেবে!’ চাঞ্চল্যকর দাবি Mithun Chakraborty-র
‘Mamata Banerjee আবার ব্রিটিশ রাজ বাংলায় আনতে চাইছেন’ মমতার গোপন পরিকল্পনা ফাঁস করলেন Rudranil Ghosh