এই কয়টি উপহার আরও স্পেশ্যাল করে তুলবে হাগ ডে, জেনে নিন কী কী

Published : Feb 12, 2022, 12:26 PM ISTUpdated : Feb 12, 2022, 12:28 PM IST
এই কয়টি উপহার আরও স্পেশ্যাল করে তুলবে হাগ ডে, জেনে নিন কী কী

সংক্ষিপ্ত

সকলে আজ ভালোবাসার মানুষকে প্রেমের আলিঙ্গন (Hug) করে পালন করছে হাগ ডে।  আজ মনের মানুষকে শুধু হাগ করলেই হল না, সঙ্গে দিনটি উদযাপন করতে তাকে উপহার দিন। রইল পাঁচটি উপহারের (Gifts) হদিশ। এই কয়টি উপহার দিনটিকে আরও স্পেশ্যাল করে তুলবে।

ভালোবাসার মানুষকে আলিঙ্গন করবেন এ আর নতুন কী। তবে প্রেম সপ্তাহে একটা দিন শুধু এই আলিঙ্গনের জন্য নির্দিষ্ট করা হয়। আজ ভ্যালেন্টাইন্স উইকের ষষ্ঠ সপ্তাহ। রোজ ডে দিয়ে শুরু হয়েছে সপ্তাহ। রোজ ডে, চকোলেট ডে, টেডি ডে-র পর আজ প্রমিস ডে। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক (Valentines Week)। সকলে আজ ভালোবাসার মানুষকে প্রেমের আলিঙ্গন করে পালন করছে হাগ ডে।  আজ মনের মানুষকে শুধু হাগ করলেই হল না, সঙ্গে দিনটি উদযাপন করতে তাকে উপহার দিন। রইল পাঁচটি উপহারের হদিশ। এই কয়টি উপহার দিনটিকে আরও স্পেশ্যাল করে তুলবে। 

প্রেমিকার মন কাড়তে উপহার দিন সবার আগে। একটি বড় মাপের বাক্সে টেডি (Teddy) আর গোলাপ (Rose) ভরে সুন্দর করে সাজিয়ে নিন। টেডি ডে তে এই উপহার থাক মনের মানুষের জন্য। সব মেয়েরাই কম-বেশি টেডি পছন্দ করে। কিন্তু, রোড ডে-র উপহার হিসেবে মিনি টেডি মন কাড়বে।
 
আজ এই বিশেষ দিয়ে আংটি দিয়ে দিনটি পালন করুন। ফুল আর আংটি (Ring) উপহার দিন তাকে। আজ কাস্টমাইজ রিং পরিয়ে দিন তার হাতে। আজকের দিনটা অন্য রকম করে তুলবে আজকের দিনটি। আজ কোনও রেস্তোরাঁয় যাওয়ার প্ল্যান করুন। সম্ভব হলে ক্যান্ডেল লাইট ডিনারে যান দুজনে। সেখানে গিয়ে তার হাতে পরিয়ে দিন এই কাস্টমাইজ আংটি। 

পারফিউম উপহার দিন মনের মানুষকে। বেস্ট গিফটের মধ্যে পারফিউম (Perfume) একটি। আজ মনের মানুষকে একটি পারফিউম আর ফুলের বুকের উপহার দিন। এই উপহার দিয়ে আলিঙ্গন করুন। তার পছন্দের ব্যান্ড্রের উপহার দেবেন। এই উপহার আলাদা মাত্রা যোগ করবে আজকের দিনটিকে। 

আজ চকোলেট (Chocolate) বানিয়ে চমক দিন তাকে। এটাই হবে এবছরের সেরা উপহার। ইন্টারেনট ঘেঁটে সহজেই এই রেসিপি পেয়ে যাবেন। তাই আর দেরি না করে বানিয়ে ফেলুন ভ্যালেন্টাইন্স উইকের স্পেশ্যাস চকোলেট। এই উপহার মন কাড়বে সকলের।  

একটি গোলাপ নয়, বরং মনের মানুষকে উপহার দিন গোলাপের বুকে (Rose Bouquet)। সুসজ্জিত এই বুকে একেবারে অন্য রকম করে তুলবে এই স্পেশ্যাল দিনটি। ফুলের বুকের কাজ এবার উপহার দিন মনের মানুষকে। হাগ ডে-তে এর থেকে স্পেশ্যাল উপহার আর কিছুই হতে পারে না। 

আরও পড়ুন: প্রেম সপ্তাহে দূর করুন দাম্পত্য কলহ, এই পাঁচ টোটকায় দূর হবে সকল অশান্তি

আরও পড়ুন: প্রেম সপ্তাহ কাটছে একা একা, জেনে নিন সিঙ্গেলরা কীভাবে পালন করবেন

আরও পড়ুন: ভালোবাসার মানুষকে এইভাবে জানান হাগ ডে শুভেচ্ছা, ভালবাসুন মন খুলে
 

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়
বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা