দীপাবলি উৎসব জমে উঠুক রেস্তোরাঁ স্টাইল মটন ভুনা দিয়ে

  • উত্সবে মুখর বাংলায় ভাই ফোঁটার সময় খুবই গুরুত্বপূর্ণ
  • উত্সব যখন খাওয়া-দাওয়া তো থাকবেই
  • এবারের দীপাবলি জমে উঠুক আপনার বানানো পদ দিয়ে
  • রইল আফগানের বিখ্যাত পদ মটন ভুনা

আলোক উজ্জ্বল দীপাবলি জমে উঠুক খাওয়া-দাওয়ার সঙ্গে। তাই দীপাবলির উৎসব জমিয়ে তুলতে রইল মটনের বিখ্যাত একটি রেসিপি। বাঙালির পছন্দের তালিকায় মাছের পরেই রয়েছে মটন। তাই এই রেসিপিটি যে বঙ্গ ভজনরসিকদের ভাল লাগবে, তা হলফ করে বলতে পারি। তবে চলুন জেনে নেওয়া যাক কি ভাবে বানাবেন এই মটন ভুনা। এই রেসিপি আফগানের বিখ্যাত একটি পদ। মটনের লোভনীয় এই পদ সঠিকভাবে বানাতে পারলে হবে অত্যন্ত সুস্বাদু। তাই জেনে নিন মটন ভুনার সহজ এই রেসিপি।

আরও পড়ুন- ঠোঁটে কালো ছোপ বসে গিয়েছে, ঘরোয়া প্রতিকারে মুক্তি পান কয়েক মিনিটেই

Latest Videos

মটন ভুনা বানাতে লাগবে-

মটন- ৭৫০ গ্রাম (মাঝারি মাপে কাটা)
পেঁয়াজ বাটা- ২ কাপ 
রসুন কুঁচি- হাফ কাপ
আদা বাটা- ৪ ইঞ্চি (কাটা)
দই- ১ কাপ
ধনে পাউডার- ২ চামচ

আরও পড়ুন- আবহাওয়া বদলের এই সময়ে বাড়ছে সর্দি কাশি জ্বর, জেনে নিন কী করবেন
লঙ্কার গুঁড়ো- ২ চামচ
হলুদ গুঁড়ো- হাফ চামচ
ঘি- ৪ চামচ
ধনে পাতা- ২ চামচ (ভাল করে কাটা)
শুকনো লঙ্কা বাটা- ৬ টা
তেজ পাতা- ২ টো
দারচিনি- ২ ইঞ্চি
জৈত্রী- ১ চামচ
লবঙ্গ- ৫ ট
এলাচ- ৫ টা
জায়ফল- হাফ চামচ
লবন স্বাদ মত
তেল পরিমান মত

আরও পড়ুন- কলাপাতায় খাবার খেয়েছেন কখনও, জেনে নিন এর উপকারিতা

যে ভাবে বানাবেন-

প্রথমে মটন ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
কুকারে ৫-৬টা সিটি দিয়ে সেদ্ধ করে জল আলাদা করে সরিয়ে রাখুন।
মটন জল থেকে তুলে নিয়ে পেস্ট করে ফেলুন।
প্যানে তেল গরম করে তাতে একে একে মশলাগুলি দিয়ে কষাতে থাকুন।
যখন দেখবেন মশলা ভাল করে ভাজা হয়ে  গিয়ে তেল বেরিয়ে এসেছে তাতে মটনগুলি দিয়ে দিন।
ভাল করে কষতে থাকুন, যাতে মাংসের সঙ্গে মশলাগুলি ঠিক মতো মিশে যায়।
এরপর দই দিয়ে তাতে স্বাদ অনুসারে লবন দিয়ে মটন রান্না করা শুরু করুন।
মাংসের থেকে জল বেরিয়ে এলে ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে মাংসটা রান্না হতে দিন।
২০-২৫ মিনিট রান্না করার পর পুনরায় আঁচটা বাড়িয়ে দিন। 
প্রয়োজনে মটনের স্টক ব্যবহার করুন, তবে কখনই এই রান্নায় জল ব্যবহার করবেন না।
৪০-৪৫ মিনিট অবধি রান্না হয়ে গেলে উপর থেকে ঘি ছড়িয়ে দিন।
মাংস খুব ভালো মত সেদ্ধ হয়ে এলে এবং গ্রেভিটা ড্রাই করে নিয়ে নামিয়ে নিন।
এবার রুটি বা নানের সঙ্গে পরিবেশন করুন আফগানের বিখ্যাত পদ মটন ভুনা।

Share this article
click me!

Latest Videos

ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু