জল খাওয়ার জন্য সঠিক পাত্র নির্বাচন করুন, সেখানেই রয়েছে সুস্থ থাকার চাবিকাঠি

আয়ুর্বেদ শাস্ত্র মতে, তামার পাত্র থেকে জল পান করলে হৃদযন্ত্র ভালো থাকে| শুধু তাই নয়, হজমশক্তি বাড়াতে এবং ওজন কমাতেও তামার পাত্র থেকে জল পান বিশেষভাবে কার্যকরী| শরীরের বিভিন্ন রকমের রোগের প্রতিরোধ শক্তি যদি বাড়াতে চান তাহলে অবশ্যই তামার পাত্রে জল রেখে সেই জল পান করুন| 
 

ডায়নিং টেবিলের সৌন্দর্যায়ণের জন্য টেবিলের ওপর সুন্দর সুন্দর কাঁচের জগবা ডিজাইন করা ব্র্যান্ডেড বোতল সাজিয়ে রেখে তার থেকে জল খাচ্ছেন..কথায় বলে আগে দর্শনধারী  তারপর গুণবিচারী| এক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেই রকমই| ডাইনিং টেবিলের সৌন্দর্য্য যেমন বাড়ে তেমনই এই ধরনের পাত্র থেকে জল ঢেলে খাওয়ার সময় নিজের মধ্যেও একটা ভাল লাগা কাজ করে| কিন্তু এই পাত্র থেকে জল খেলে কিন্তু কোনও শারীরিক উপকার পাওয়া যায় না যা তামার পাত্র থেকে পাওয়া যায়| হ্যাঁ, তামার পাত্র থেকে জল খেলে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধও সম্ভব|

আয়ুর্বেদ শাস্ত্র মতে, তামার পাত্র থেকে জল পান করলে হৃদযন্ত্র ভালো থাকে| শুধু তাই নয়, হজমশক্তি বাড়াতে এবং ওজন কমাতেও তামার পাত্র থেকে জল পান বিশেষভাবে কার্যকরী| শরীরের বিভিন্ন রকমের রোগের প্রতিরোধ শক্তি যদি বাড়াতে চান তাহলে অবশ্যই তামার পাত্রে জল রেখে সেই জল পান করুন|  উল্লেখ্য, তামার পাত্র থেকে জল পান করলে বিভিন্ন রকমের সংক্রমনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তামার পাত্রে জল রাখার জুড়ি মেলা ভার| আপনি কী জানেন, তামার পাত্রে রাখা জল বেশ খানিকটা সুস্বাদুও হয়| কারণ তামার পাত্রে জল রাখলে সেটা কিছুটা মিষ্টি হয়ে যায়।

Latest Videos

তামার পাত্র থেকে জল পান করার অভ্যাস যদি একবার তৈরি হয়ে যায় তাহলে আপনার হজমশক্তির যেমন উন্নতি ঘটবে তেমনই হৃদরোগ, উচ্চ রক্তচাপ, এবং কোলেস্টেরলের মাত্রা কমাতেও বিশেষভাবে সাহায্য করবে। বলা বাহুল্য, তামার পাত্র থেকে জল পান করলে শারীরিক সুস্থতা যেমন বজায় থাকবে তেমনই আপনার ত্বকের জন্যেও কিন্তু দারুন উপকারি সে কথা বলাই বাহুল্য|  এক বিশিষ্ট চিকিৎসক বলেন, আয়ুর্বেদ শাস্ত্র মতে, তামার পাত্রে জল রাখলে জল ঠান্ডা থাকে| গরমকালে সেই জল পান করে বেশ তৃপ্তি পাওয়া যায়| অন্যদিকে তামার পাত্র থেকে জল খেলে হজমের সমস্যা দূর হয়|  

এক নজরে দেখে নিন তামার পাত্র থেকে জল খাওয়ার উপকারিতা| তামার পাত্র থেকে জল খেলে চেহারাতে বার্ধ্যকের ছাপ প্রায় পড়ে না বললেই চলে| সেই সঙ্গে দেহের ওজন কমাতে সাহায্য করে| হজম শক্তি বাড়ানোর পাশাপাশি আর্থ্রাইটিস এবং গাঁটের ব্যথা কমায়। শরীরে কোনও জায়গায় ক্ষত হলে তা দ্রুত নির্মূল হয়ে যায়| থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তামার পাত্র থেকে জল খেলে ত্বক ভালো থাকে ও মেলানিন উৎপাদন বাড়ায়| তামার পাত্রে জল রাখলে তা শরীরে কোনও সংক্রমনের বিরুদ্ধে লড়তে সাহায্য করে| উল্লেখ্য, তামার পাত্র থেকে জল পান করলে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে|

আরও পড়ুন- হলিউড অভিনেতা উইল স্মিথের স্ত্রী এই বিরল রোগে আক্রান্ত, এই রোগের প্রভাবে কেন টাক পড়ে

আরও পড়ুন, হাঁটুর ব্যথায় কাবু, এই শাকটি খান, কাজ দেবে ম্যাজিকের মতো

আরও পড়ুন- বার বার জল পানের পরেও তেষ্টা মিটছে না, তবে সাবধান হোন মোটেও অবহেলা করবেন না

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury