আজ রইল চটজলদি মুখরোচক ভুট্টার এই পদ, যা ছোটদের জন্য খুব স্বাস্থকর

  • ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশী
  • এতে প্রায় ১১ ভাগ আমিষ জাতীয় উপাদান রয়েছে
  • এ্যামিনোএসিড, ট্রিপটোফ্যান ও লাইসিনও রয়েছে প্রচুর পরিমানে
  • পুষ্টিগুণ সমৃদ্ধ এই খাদ্যশষ্য তাই ছোট থেকে বড় সকলের জন্যই উপযোগী

deblina dey | Published : Nov 10, 2019 7:34 AM IST / Updated: Nov 10 2019, 01:05 PM IST

ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশী এটা আমাদের অনেকেরই জানা। এতে প্রায় ১১ ভাগ আমিষ জাতীয় উপাদান রয়েছে। এতে  প্রয়োজনীয় এ্যামিনোএসিড, ট্রিপটোফ্যান ও লাইসিনও রয়েছে প্রচুর পরিমানে। এছাড়া হলদে রংয়ের ভুট্টা দানায় প্রতি ১০০ গ্রামে প্রায় ৯০ মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন "এ" থাকে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই পদ দিয়ে তাই বাড়ির ছোট বা বড় সকলের জন্য বানিয়ে ফেলতে পারেন স্বাস্থকর খাবার। বাচ্চার স্কুলের টিফিনের জন্যও দিতে পারেন এই পদ। তবে জেনে নেওয়া যাক ভুট্টা দিয়ে সুইট এন্ড সল্ট পেপার কর্ণ এর রেসিপি।

আরও পড়ুন- বৃষ্টি ভেজা দিনে আড্ডা জমে উঠুক মুর্গ মির্চ টিক্কার সঙ্গে

Latest Videos

সুইট এন্ড সল্ট পেপার কর্ণ  বানাতে লাগবে-

১০০ গ্রাম সুইট কর্ণ 
১ টা বড় পেঁয়াজ টুকরো করা
ছোট ১ কাপ টুকরো করা ক্যাপসিক্যাম
২ টেবল চামচ স্প্রিং অনিয়ন কুঁচি
৫ গ্রাম সেলারি
১ চা চামচ আদা কুঁচি
সামান্য কর্ণফ্লাওয়ার গুঁড়ো
১ টেবল চামচ সোয়া সস
১ টেবল চামচ লেবুর রস
২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
সামান্য ওলিভ অয়েল
চাইলে এর সঙ্গে পছন্দের কিছু সবজিও সেদ্ধ করে দিতে পারেন।

আরও পড়ুন- রেস্তোরাঁর স্বাদ মিলবে এবার বাড়িতেই, রইল মশালাদার সুস্বাদু পাস্তা রেসিপি

যে ভাবে বানাবেন-

একটি পাত্রে কর্ণফ্লাওয়ার ও সুইট কর্ণ মিশিয়ে নিন।
ননস্টিক প্যানে তেল গরম করে সুইট কর্ণ ভেজে তুলে রাখুন।
ওই তেলে আদা কুঁচি, সেলেরি, গোলমরিচ গুঁড়ো, ক্যাপসিক্যাম, পেঁয়াজ  দিয়ে হালকা করে ভেজে নিন।
এরপর উপর থেকে ভেজে রাখা সুইট কর্ণ স্বাদ মত লবন দিয়ে মিশিয়ে নিন।
উপর থেকে লেবুর রস ও স্প্রিং অনিয়ন কুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
হালকা ঠান্ডা হলে পরিবেশন করুন সুইট এন্ড সল্ট পেপার কর্ণ । 
 

Share this article
click me!

Latest Videos

'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati