উৎসবের দিনগুলিতে মুখে নানা রকম মেকাপ ব্যবহারের ফলে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। ঘরোয়া কিছু প্রাকৃতিক উপাদানে এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। আর এই প্রাকৃতিক উপায়গুলির মধ্যে ত্বকের জন্য সবচেয়ে কার্যকরী উপাদান হলো নিমপাতা। কীভাবে ত্বকের যত্নে নিমপাতা ব্যবহার করবেন? জানুন বিশদে…
25
নিমের তেল
পুজোর দিনে ত্বকের সমস্যায় ভুগলে ব্যবহার করতে পারেন নিমের তেল। কারণ এটি ব্রণ, র্যাশ, ফুস্কুড়ি, সোরিয়াসিসের উপশমে খুব উপকারি। এছাড়াও ত্বকের যেকোনও অস্বস্তি, জ্বালা ও চুলকানি জনিত সমস্যায় আরাম দেয়।
35
নিম ও মুলতানি মাটি প্যাক
নিম ও মুলতানি মাটির তৈরী প্যাক ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে। ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, ব্রণ কমায়। সপ্তাহে অন্তত দুই দিন এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন।
নিম ও মধুর তৈরী প্যাক শুষ্ক ত্বকে আর্দ্রতা যোগায়। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বককে বর্ষার সংক্রমণের থেকে বাঁচায়। ত্বকের জেল্লা ফেরায়। নিম পাতা বেটে তাতে মধু মিশিয়ে মসৃণ প্যাক তৈরি করুন। এবার মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে নিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন, কিছুদিনেই ভালো ফল মিলবে।
55
নিম দিয়ে রূপচর্চা
নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণ ত্বককে গভীর থেকে পরিষ্কার করে। পুজোয় বাড়ে ত্বকের সমস্যাও। এই সময় ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন তবে প্রাকৃতিক উপায়ে। কার্যকরী হতে পারে নিমপাতা।