Hair Pack: বাড়িতেই আলু দিয়ে তৈরি করুন হেয়ার প্যাক, রইল সহজ রেসিপির হদিশ

Published : Jun 17, 2025, 02:27 PM IST
hair packs

সংক্ষিপ্ত

চুল পড়া, রুক্ষ্মতা সহ নানান সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া আলুর হেয়ার প্যাক ব্যবহার করুন। মেহেদি, আমলকি এবং আলুর মিশ্রণে তৈরি এই প্যাক চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।

চুল নিয়ে নানান সমস্যা লেগে থাকে। চুল পড়া, সাদা চুল থেকে শুরু করে খুশকির সমস্যা কিংবা রুক্ষ্ম চুলের সমস্যা লেগেই থাকে। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে কেউ ঘরোয়া প্যাক লাগান কিংবা পার্লার ট্রিটমেন্ট করে থাকেন। তেমনই কেউ মোটা টাকা খরচ করেন তো কেউ আবার ঘরোয়া প্যাক লাগান। কিন্তু, সঠিক প্যাক না লাগালে চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া কঠিন। জেনে নিন কীভাবে মিলবে চুলের সমস্যা থেকে মুক্তি।

প্রথমে আলুকে ধুয়ে এর খোসা ছাড়িয়ে নিন। এবার প্যানে জল দিয়ে এই আলু দিন। তা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে জল ছেঁকে নিন। এবার একটি লোহার প্যানে মেহেন্দি গুঁড়ো এবং শুকনো আমলকির গুঁড়ো রাখুন। আলু সেদ্ধর ছেঁকে নেওযা জল ওই মেহেন্দি গুঁড়ো এবং শুকনো আমলকির গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে মিশ্রণটি সারারাত ঢেকে রেখে দিন।

এবার চুলকে দুটো ভাগে ভাগ করে মিশ্রণটি চুলে লাগান। ঘন্টা দুয়েক পরে মাথা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। মিশ্রণটি মাথায় লাগানোর আগে দেখে নিন, তা থেকে কোনও অ্যালার্জি হচ্ছে না তো? এই জন্য প্রথমে মাথার অল্প জায়গায় ওই মিশ্রণটি লাগান। কোনও অ্যালার্জি বা খারার প্রতিক্রিয়া না হলে নিয়মিত এই জাতীয় পণ্য ব্যবহার করুন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন।

একটি পাত্রে আলু নিন। তা কেটে টুকরো করে নিন। এবার মিক্সিতে ব্লেন্ড করে নিন। তা ছেঁকে নিন। এই রসের সঙ্গে মেশান অ্যালোভেরা জুস। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন মিলবে উপকার। 

কেটে টুকরো করে নিন। এবার মিক্সিতে ব্লেন্ড করে রস ছেঁকে নিন। এই রসের সঙ্গে মেশান  অলিভ অয়েল। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রুপোর মঙ্গলসূত্রের অভিনব ডিজাইন, বাজেটের মধ্যে উপহার
আলমারিতে শীত পোশাকের আনাগোনা, কীভাবে নেবেন গরম কাপড়ের যত্ন? রইল কার্যকরী টিপস