এই সহজ উপায় দূর হবে মুখের অবাঞ্ছিত রোম। ত্বকের অবাঞ্ছিত রোম দূর করতে ব্যবহার করুন কয়টি প্যাক। জেনে নিন কীভাবে বানাবেন এই সকল প্যাক।
মুখে অবাঞ্ছিত রোম সব সময় সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই রোম দূর করতে কেউ থ্রেডনিং করেন। কেউ ওয়্যাক্সিং করে থাকে তো কেউ ব্যবহার করেন বাজার চলতি পণ্য এবার ত্বকের অবাঞ্ছিত রোম দূর করতে ব্যবহার করুন কয়টি প্যাক। জেনে নিন কীভাবে বানাবেন এই সকল প্যাক।
মধুর ফেসমাস্ক ব্যবহার করতে পারেন। একটি পাত্রে পরিমাণ মতো মধু নিন। তাতে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার মুখে লাগান। শুকিয়ে গেলে টেনে তুলে ফেলুন। এতে মিলবে উপকার।
কলা ও ওটস দিয়ে বানিয়ে ফেলুন বিশেষ প্যাক। একটি অর্ধেক কলা নিয়ে চটকে নিন। এবার তার সঙ্গে মেশান ওটস। ভালো করে মিশিয়ে একটি প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে দূর হবে মুখের অবাঞ্ছিত রোম।
বার্লি ও দুধ দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। একটি পাত্রে বার্লি নিন। তার সঙ্গে মেশান পরিমণা মতো কাঁচা দুধ। মেশান পাতিলেবুর রস। ভালো করে নিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
ডিম ও কর্ন ফ্লাওয়ার দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। একটি পাত্রে কর্ন ফ্লাওয়ার নিন। তাতে মেশান ডিমের সাদা অংশ। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট পর ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে পুরোপুরি দূর হবে মুখের অবাঞ্ছিত রোম।
ল্যাভেন্ডার অয়েল ও টি ট্রি অয়েল দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। সম পরিণাম ল্যাভেন্ডার অয়েল ও টি ট্রি অয়েল একটি পাত্রে নিন। ভালো করে মিশিয়ে তা তুলোয় করে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে পুরোপুরি দূর হবে মুখের অবাঞ্ছিত রোম। এই দুই তেল ত্বকের জন্য বেশ উপকারী।
ময়দা ও গোলাপ জল দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। ত্বকের অবাঞ্ছিত রোম দূর করতে ব্যবহার করতে পারেন এই সকল প্যাক। একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিন। তাতে মেশান গোলাপ জল। মিশ্রণটি পুরু করে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। দ্রুত মিলবে উপকার। এবার থেকে মেনে চলুন এই কয়টি ঘরোয়া টোটকা, পুরোপুরি নির্মূল হবে ফেসিয়াল হেয়ার।
আরও পড়ুন- হ্যালোইনের মেকআপ করতে মেনে চলুন এই কয়টি বিশেষ টিপস, পার্টিতে নজর কাড়বেন সকলের
আরও পড়ুন- ছটপুজোর দিন ধামাকাদার পতন, একলাফে পড়ল সোনা ও রূপোর দাম, আজকের দর কত
আরও পড়ুন- ১০ মিনিটে শরীর হবে সুস্থ, নিয়মিত এই কয়টি যোগা করলে ঘটাবে স্বাস্থ্যের উন্নতি, রইল উপায়