কন্ডিশনার দেওয়ার পরই কি চুল দেখাচ্ছে নিষ্প্রাণ? জেনে নিন এর কারণ কী

এই কয়টি লক্ষণ দেখা দিলে সতর্ক হন। চুলে কন্ডিশনার বেশি দিয়ে ফেললে হয় এমনটা। জেনে নিন কী কী।

চুল সুন্দর করতে সকলেই মরিয়া। এক ঢাল ঝলমলে চুল চান সকলে। কিন্তু, বাস্তবে তা পেতে করতে হয় কঠিন কসরত। চুল সুন্দর করতে কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ ব্যবহার করেন ঘরোয়া টোটকা। তেমনই কেউ নিয়মিত পার্লার ট্রিটমেন্ট করে থাকেন। চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে হোক কিংবা চুল সুন্দর করতে প্রায় সকলেই ব্যয় করেন মোটা অঙ্কের টাকা। তা সত্ত্বেও অনেকের চুল দেখায় নিষ্প্রাণ। আজ রইল তথ্য। জানেন কি চুল নিষ্প্রাণ দেখায় আপনারই ভুলে। কনডিশনার ব্যবহারে চুল হতে পারে নিষ্প্রাণ। চুলে পরিমাণের অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করলে চুল দেখায় নিষ্প্রাণ। এই কয়টি লক্ষণ দেখা দিলে সতর্ক হন। চুলে কন্ডিশনার বেশি দিয়ে ফেললে হয় এমনটা।

কন্ডিশনার ব্যবহারের পর যদি চুল শক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি প্রয়োজনের অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করে ফেলেছেন। তাই এমন হলে পরের দিন করে কন্ডিশনারের পরিমাণ কমিয়ে ফেলুন। তা না হলে সমস্যা বাড়তে থাকবে।

Latest Videos

চুল পড়া বেড়ে গেলে সতর্ক হন। কন্ডিশনার ব্যবহারের সময় তা ভুলেও যেন স্ক্যাল্পে লেগে না যায়, সে দিকে খেয়াল রাখুন। স্ক্যাল্পে কন্ডিশনার লাগলে তা থেকে বাড়ে চুল পড়ার সমস্যা। মেনে চলুন এই বিশেষ টিপস। ভুলেও স্ক্যাল্পে কন্ডিশনার দেবেন না।

চুল সিল্কি করতে ও গ্লজি করতে কন্ডিশনার ব্যবহার করা হয়। কিন্তু, কন্ডিশনার ব্যবহারের পর যদি দেখেন চুল খুব বেশি চকচক করছে তাহলে সতর্ক হওয়ার প্রয়োজন। কন্ডিশনার ব্যবহার কমিয়ে দিন সেক্ষেত্রে। সমস্যা থেকে মিলবে মুক্তি।

অনেক সময় অধিক কন্ডিশনার ব্যবহারে চুল তৈলাক্ত হয়ে যায়। যদি দেখেন চুলে তেলা ভাব বেড়ে যাচ্ছে তাহলে কন্ডিশনারে মাপ কমিয়ে দিন। কন্ডিশনার বেশি হয়ে গেলে হয় এমনটা।

চুলে কন্ডিশনার বেশি হয়ে গেলে চুল ফ্ল্যাট দেখায়। চুল যদি নিষ্প্রাণ হয়ে পড়ে তাহলে সতর্ক হন। কন্ডিশনার বেশি হলে এমন ফ্ল্যাট ও নিষ্প্রাণ চুল দেখায়। সে ক্ষেত্রে সঠিক পরিমাণ কন্ডিশনার নিন। তা না হলে সমস্যা বৃদ্ধি পাবে।

এরই সঙ্গে চুলের ধরন বুঝে বেছে নিন কন্ডিশনার। তৈলাক্ত চুলে কন্ডিশনার ও শুষ্ক চুলের কন্ডিশনার আলাদা হয়। সেক্ষেত্রে মেনে চলুন এই বিশেষ টিপস। এই কয়টি সমস্যা উপেক্ষা করবেন না।

 

আরও পড়ুন- শীতের শুরুতে শুষ্ক ত্বকের নিন বিশেষ যত্ন, মেনে চলুন এই কয়টি পদ্ধতি, জেনে নিন কী কী

আরও পড়ুন- Nervous Weakness-এর সমস্যা ভুগছেন? জেনে নিন এর কারণ কী, রইল সমস্যা সমাধানের উপায়

আরও পড়ুন- দ্রুত রপ্ত করুন এই পাঁচ অভ্যাস, উন্নতি ঘটবে মানসিক স্বাস্থ্যের, জেনে নিন কী কী

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ এবার চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের উপর আক্রমণ, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Chinmay Krishna Das-কে দেখা মাত্রই 'জয় শ্রী রাম' ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম কোর্ট চত্বর, দেখুন ভিডিও
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
কলকাতার রাজপথে ফের প্রতিবাদের মশাল মিছিল! প্রভু চিন্ময়ের মুক্তির দাবিতে চললও বিক্ষোভ মিছিল