মরসুমের প্রথম তুষারপাত দার্জিলিং-এ, বর্ষের শুরুতেই মন ভরল পর্যটকদের

  • দর্জিলিং-এ তুষারপাত
  • বরফে ঢাকল টাইগার হিল
  • বর্ষের প্রথম তুষারপাত রাজ্যে
  • রবিবারও তুষারপাতের সম্ভাবনা

দশ বছর পর তাপমাত্রার পারদ এতটাই নেমেছিল যে ২০১৯-এর প্রথমে আবারও তুষারপাত দেখেছিল রাজ্য। দার্জিলিং ম্যাল থেকে শুরু করে রা বাংলা, সিকিম, ঢেকে গিয়েছিল বরফের চাদরে। ২০২০ শুরুতে তাই সেই আশাতেই পর্যটকেরা পাড়ি জমিয়ে ছিলেন দার্জিলিং কিংবা সিকিমে। সেখানে গিয়ে কোনও ভাবেই নিরাশ হতে হয়নি তাঁদের। এবারও বরফ পড়ল দার্জিলিং-এ। 

আরও পড়ুনঃ সিএএ-র জের, বর্ষ শেষে গোয়ার বিচ পার্টিতে থাকল না পর্যটকের ঢল

Latest Videos

বরফের চাদরে ঢাকল টাইগার হিল। শনিবার বর্ষের প্রথম তুষারপাত দেখল দার্জিলিং-এ থাকা পর্যটকেরা। রবিবার সকালে সেই তুষারপাতের সাক্ষী থাকতে কাকভোর থেকেই টাইগার হিলে ভিড় জমালেন পর্যটকেরা। কনকনে ঠাণ্ডায় মাথা কাঁপছে সকলেই। এরই মধ্যে খুশির খবর শোনালো আবাহাওয়া দফতর। বর্তমানে দার্জিলিং-এর তাপমাত্রা ১ ডিগ্রি। রবিবার সকাল থেকেই মেঘে ঢেকেছে কাঞ্চনজঙ্ঘা। ফলে তুষার পাতের সম্ভাবনা লক্ষ্য করেই আশায় বুক বাঁধছেন পর্যটকেরা। 

আরও পড়ুনঃ পৌষ বিদায়ের আগেই জাঁকিয়ে নামবে শীত কলকাতায় ,পারদ নামবে হু হু করে

অন্যদিকে তুষারপাতের ফলে ক্রমেই বরফে ভিজজে দার্জিলিং। শনিবার তাপমাত্রা ছিল মাইনাস দুই ডিগ্রি। বরফের কারণে আটকে পড়ে বেশ কয়েকটি দার্জিলিংগামী গাড়িও। একই ছবি ধরা দেয় এদিন সিকিমের লাচুং এলাকাতেও। বিভিন্ন জায়গাতে বরফ পরার ফলে উৎসবে মাতলেন পর্যটকে। 

Share this article
click me!

Latest Videos

'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি