হেয়ার ব্লিচিং করার আগে এই চার ভুল করবেন না, জেনে নিন কী করলে চুলের ক্ষতি হয়

Published : Feb 23, 2022, 05:00 AM IST
হেয়ার ব্লিচিং করার আগে এই চার ভুল করবেন না, জেনে নিন কী করলে চুলের ক্ষতি হয়

সংক্ষিপ্ত

কখনও লাল, বিচ ব্রাউন, ক্যারামেল, গ্লোল্ডেন ব্রাউন, চেস্টাট, মেহগনি রঙের (Color) মতো নানান রঙের ছোঁয়া দিয়ে থাকেন চুলে। এবার চুলে রঙ করানোর আগে মেনে চলুন কয়টি জিনিস। ভুলেও এই চার ভুল করবেন না। এতে চুল (Hair) ও ত্বকের (Skin) মারাত্মক ক্ষতি হতে পারে। এবার থেকে চুলে ব্লিচ করানোর আগে মাথায় রাখুন কয়টি জিনিস।

চুল (Hair) নিয়ে প্রায়শই চলে এক্সপেরিমেন্ট। কখনও নিত্য নতুন হেয়ার কাটিং (Hair Cutting), কখনও হাই লাইটস। আজকাল অনেকে চুল ব্লিচও (Bleach) করে থাকেন। কখনও লাল, বিচ ব্রাউন, ক্যারামেল, গ্লোল্ডেন ব্রাউন, চেস্টাট, মেহগনি রঙের (Color) মতো নানান রঙের ছোঁয়া দিয়ে থাকেন চুলে। এবার চুলে রঙ করানোর আগে মেনে চলুন কয়টি জিনিস। ভুলেও এই চার ভুল করবেন না। এতে চুল (Hair) ও ত্বকের (Skin) মারাত্মক ক্ষতি হতে পারে। এবার থেকে চুলে ব্লিচ করানোর আগে মাথায় রাখুন কয়টি জিনিস।

রঙ নির্বাচনের পর প্যাচ টেস্ট (Patch Test) করাবেন। মাথায় রঙ লাগানোর আগে তা ত্বকে লাগিয়ে পরীক্ষা করা হয়। রঙ পাত্রে গুলে একটি কাঠির সাহায্যে কানের পিছনে লাগানো হয়। রঙ থেকে ত্বকে কোনও রকম সংক্রমণ না হয়, তাহলে বুঝতে হবে, চুলে এই রঙ মানিয়ে যাবে। রঙ থেকে কোনও রকম সংক্রমণ হবে না। এই টেস্ট না করে চুলে ব্লিচ করলে, সমস্যায় পড়তে পারে। চুলে ভুল রঙ ব্যবহার করলে স্ক্যাল্প ও ত্বকে সংক্রমণ হতে পারে। 

হেয়ার ব্লিচিং (Hair Bleaching) করার আগে কয়টি জিনিস গুরুত্ব দিয়ে পরীক্ষা করে নিন। কী কী উপাদান দিয়ে তৈরি এই ব্লিচ, সেগুলো ত্বকের জন্য উপযুক্ত কী না, কবে এক্সপেয়ারি ডেট দেখে নিন। রঙে অ্যামোনিয়া আছে কি না দেখে নেবেন। অ্যামোনিয়া যুক্ত রঙ করা উচিত নয়। দেখে নিন সিল্ক প্রোটিন আছে কি না। সিল্ক প্রোটিন থাকলে চুল নরম হবে। 

রঙ করার অনেক আগে প্যাকেট (Packet) খুলবেন না। অথবা, প্যাকেট থেকে অর্ধেক রঙ ঢেলে ব্লিচ করলেন, বাকিটা মুড়ে রেখে দিনে। আবার বেশ কিছু মাস পর সেই রঙ ব্যবহার করা উচিত নয়। এতে চুলের ক্ষতি হয়। প্রয়োজনে ছোট প্যাকেট কিনুন। কিন্তু, পুরো রঙ ব্যবহার করে নেওয়াই ভালো। 

চুলে ব্লিচ করার সময় সতর্ক থাকবেন। ধীরে ধীরে ব্লিচ করবেন। তা যেন ত্বকে না লাগে সেই দিকে খেয়াল রাখবেন। তাছাড়া, ঘন ঘন ব্লিচ লাগানো উচিত নয়। এতে চুলের ক্ষতি হয়। আর হেয়ার ব্লিচ করলে নিয়মিত চুলের যত্ন নিন। ব্লিচের পর অনেকের চুল রুক্ষ্ম হয়ে যায়, সেই বিষয় খেয়াল রাখুন। 

আরও পড়ুন: বছরের দ্বিতীয় 'প্যালিনড্রোম' জেনে নিন এই দিনটির ইতিহাস এবং কেন এই দিনটি গুরুত্বপূর্ণ

আরও পড়ুন: ভুলেও খাবেন না ফ্রিজের ঠান্ডা খাবার, ডেকে আনতে পারে সেপসিরের মত মারণ রোগ

আরও পড়ুন: উদ্বেগ বাড়াচ্ছে ওভারিয়ান ক্যান্সারের হার, জেনে নিন এই মারণ রোগের সাধারণ উপসর্গগুলো
 

PREV
click me!

Recommended Stories

Egg Shells: ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যাবহার করতে পারেন এই বিশেষ কয়েকটি উপায়?
বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি