প্রমিস করার আগে মাথায় রাখুন কয়টি জিনিস, এমন প্রতিশ্রুতি দিন যা পালন করা সম্ভব

আজ প্রেম সপ্তাহের (Valentine Week) পঞ্চম দিন। সকলে আজ ভালোবাসার মানুষকে প্রেমের অঙ্গীকার জানিয়ে পালন করছে প্রমিস ডে। তবে, শুধু দিনটা পালন করতে প্রতিশ্রুতি দেবেন না। আজ ভালোবাসার মানুষকে এমন কিছু প্রমিস করুন, যা আপনি পালন করতে পারবেন। রইল কয়টি টিপস। ভালোবাসার মানুষকে প্রমিস (Promise) করার আগে মাথায় রাখুন এই কয়টি জিনিস।

চলছে প্রেমের মাস। ৭ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স উইক। রোজ ডে, কিস ডে (Kiss Day), টেডি ডে (Teddy day), প্রমিস ডে (Promise day) থেকে হাগ ডে (Hug Day)- এই সপ্তাহে রয়েছে একের পর এক বিশেষ উৎসব। আজ প্রেম সপ্তাহের (Valentine Week ) পঞ্চম দিন। সকলে আজ ভালোবাসার মানুষকে প্রেমের অঙ্গীকার জানিয়ে পালন করছে প্রমিস ডে। আজ সকলেই তাদের মনের মানুষকে কোনও না কোনও প্রতিশ্রুতি দিতে চলেছে। তবে, শুধু দিনটা পালন করতে প্রতিশ্রুতি দেবেন না। আজ ভালোবাসার মানুষকে এমন কিছু প্রমিস করুন, যা আপনি পালন করতে পারবেন। রইল কয়টি টিপস। ভালোবাসার মানুষকে প্রমিস (Promise) করার আগে মাথায় রাখুন এই কয়টি জিনিস। 

ভ্যালেন্টাইন্স সপ্তাহের প্রতিটি দিন অনেকেরই কাছেই বেশ গুরুত্ব পায়। ক্যালেন্ডার (Calendar) বলছে আজ প্রমিস ডে। আজ অনেকেই নিজের মনের মানুষকে কোনও না কোনও প্রতিশ্রুতি দেবেন। আজ এমন প্রমিস (Promise) করবেন যা আপনি পালন করতে পারবেন। প্রমিস ডে পালন করতে কোনও আজগুপি বা অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। তাই মনের মানুষকে প্রমিস করার আগে নিজের তা পালন করতে পারবেন কি না দেখে নিন। 

Latest Videos

এই বিশেষ দিনে সকলেই ভালোবাসার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি (Promise) দিয়ে থাকে। তবে শুধু সুখ নয়, দুঃখেও তার সঙ্গে থাকতে হবে, এই কথা মাথায় রেখে প্রতিশ্রুতি দিন। মনে রাখবেন, রাখবেন আজ এমন কোনও অঙ্গিকার করবেন না যা রাখতে পারবেন না।  

ভবিষ্যতের পরিকল্পনা করেন অনেকে আজ। আবার অনেকেই ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এই প্রতিশ্রুতি দেওয়ার আগে বাস্তবের কথা মনে রাখুন। এমন কোনও ভবিষ্যত পরিকল্পনা করবেন না যা রাখতে সমস্যায় পড়তে হবে। ভবিষ্যত কী করে সুন্দর করবেন, তা প্রমিস করলেন। এবার পরিকল্পনা করুন বর্তমান কী করে কাটাবেন। 

প্রেমটা হয়েছে হয়তো কয়েক মাসের। প্রথম কদিন সব ঠিক থাকলেও এখন টের পাচ্ছেন দুজন আলাদা মানুষ। এরই মাসে ভ্যালেন্টাইন্স উইক। এই সময় আবেগে ভেসে দুম করে সারা জীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতি (Promise) দিলেন। এমন করবেন না। যদি বোঝেন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া কঠিন, তাহলে প্রমিস ডে-তে মিথ্যা নয় বরং সত্যি জানান। আজ মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার দিন নয়, এটা মাথায় রাখুন। 
 

আরও পড়ুন: রইল প্রমিস ডে-র ১০টি শুভেচ্ছা বার্তা, মনের মানুষকে জানান সঙ্গে থাকার প্রতিশ্রুতি

আরও পড়ুন: রিল টু রিয়েল, ভ্যালেনটাইন্স ডে-র আগেই প্রেম পরিনতি পেল শুভ পরিণয়ে

আরও পড়ুন: এবারের ভ্যালেনটাইন্স হোক একটু অন্যরকম, উপহারের ধরনটাও বদলে যাক

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন