প্রেম সপ্তাহে দূর করুন দাম্পত্য কলহ, এই পাঁচ টোটকায় দূর হবে সকল অশান্তি

বিয়ের প্রথম ক’বছর সব ভালোই ছিল। তারপর শুরু হয়েছে অশান্তি। এখন ছোট খাটো সব বিষয়ে অশান্তি লাগে। সম্পর্ক ধীরে ধীরে তিক্ত হয়ে উঠেছে। এবার এই সকল কলহ দূর করুন প্রেমের সপ্তাহে (Week)। রইল কয়টি টিপস। ভ্যালেন্টাইন্স উইকে (Valentines Week) ফিরে পান পুরনো প্রেমের আমেজ। জেনে নিন কী করবেন।

সম্পর্কটা ৪ বছরের। চার বছর বিয়ে করেছেন। হাজার ঝক্কি পেরিয়ে দুজন বিয়ে করেছন। বিয়ের প্রথম ক’বছর সব ভালোই ছিল। তারপর শুরু হয়েছে অশান্তি। এখন ছোট খাটো সব বিষয়ে অশান্তি লাগে। সম্পর্ক ধীরে ধীরে তিক্ত হয়ে উঠেছে। এবার এই সকল কলহ দূর করুন প্রেমের সপ্তাহে (Week)। রইল কয়টি টিপস। ভ্যালেন্টাইন্স উইকে (Valentines Week) ফিরে পান পুরনো প্রেমের আমেজ। জেনে নিন কী করবেন। 

নিজেদের জন্য সময় বের করুন। হয়তো কাজের চাপে আজকাল ভালো করে গল্প করা হয়ে ওঠে না। এবার এই সপ্তাহে সেই অভাব পূরণ করুন। একান্তে সময় কাটান। নিজের ঝগড়ার প্রসঙ্গ তুলবেন না। বরং, ভালো মুহূর্তে আলোচনা করুন। দেখবেন সকল অশান্তি দূর হবে। 

এই সপ্তাহে একটা রোম্যান্টিক মুভি ডেট (Movie Date) প্ল্যান করে ফেলুন। যতই ব্যস্ত থাকুন, সময় বের করুন। লকডাউনের জন্য অনেকদিনই হয়তো সিনেমা দেখতে যাওয়া হয়নি। এবার প্ল্যান করে ফেলুন একটা রোম্যান্টিক মুভি ডেটের। শুধু দুজনে মিলে সিনেমা দেখতে যান। পুরনো দিনগুলোর মতো উপভোগ করুন। সিনেমা দেখতে গিয়ে কোনও ঝগড়া নয়, শুধু উপভোগ। 

এই সপ্তাহে একদিন ডিনার ডেটের (Dinner Date) প্ল্যান করতে পারেন। কোথায় যাচ্ছেন তা আগে থেকে স্ত্রীকে জানানোর দরকার নেই। এমন কোনও জায়গায় ডিনারে যান, যেখানে দুজনে বহুদিন ধরে যাওয়ার প্ল্যান করে রেখেছেন। ডিনার ডেটে গিয়ে তাকে একটা উপহার দিন। আর আজ শুধু খাওয়া নয়, সঙ্গে মনের কথা খুলে বলুন। একেবারে অন্যরকম করে পালন করুন দিনটা। ভালো মুহূর্তের স্মৃতি চারণ করুন। 

এই সপ্তাহে একদিন লং ড্রাইভে (Long Drive) চলে যান। ব্যস্ততা থেকে সময় বের করুন। এর থেকে রোম্যান্টিক ভ্যালেন্টাইন্স উইক সেলিব্রেশন আর কিছু হতে পারে না। শুধু একান্তে অনেকটা সময় কাটান। মনের মতো বিষয় আলোচনা করুন। তবে, মনে রাখবেন আজ কোনও ঝগড়া নয়। দেখবেন সকল দাম্পত্য কলহ দূর হবে। মনের মতো করে সময়টা কাটান।   

সেক্স দাম্পত্য জীবনে যৌনতা (Sex) একটি গুরুত্বপূর্ণ অংশ। এই চাহিদা পূরণ না হলে সম্পর্ক খারাপ হতে পারে। অনেক সময় অফিসে স্ট্রেস, ব্যস্ততার জন্য যৌ মিলনের আগ্রহ হারিয়ে ফেলেন অনেকে। এর খারাপ প্রভাব পড়ে সম্পর্কে। তাই এই সপ্তাহে শারীরিক চাহিদাকে গুরুত্ব দিন। নিজেদের জন্য সময় বের করুন। 

আরও পড়ুন: রইল প্রমিস ডে-র ১০টি শুভেচ্ছা বার্তা, মনের মানুষকে জানান সঙ্গে থাকার প্রতিশ্রুতি

আরও পড়ুন: প্রমিস করার আগে মাথায় রাখুন কয়টি জিনিস, এমন প্রতিশ্রুতি দিন যা পালন করা সম্ভব

Latest Videos

আরও পড়ুন: প্রেম সপ্তাহ কাটছে একা একা, জেনে নিন সিঙ্গেলরা কীভাবে পালন করবেন

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন