মেকআপে ঢাকা সম্ভব ঠোঁটের সকল খুঁত। মোটা ঠোঁট সরু করতে কিংবা সরু ঠোঁট মোটা করতে মেকআপের সাহায্য নিন। জেনে নিন কোন উপায় পারফেক্ট ঠোঁট পাওয়া যাবে। পারফেক্ট ঠোঁট পেতে প্রয়োজন লিপ লাইনার, লিপস্টিক, লিপ প্রাইমার, আর কনসিলারের প্রয়োজন। জেনে নিন এগুলো কীভাবে ব্যবহার করবেন।
মেকআপের গুরুত্বপূর্ণ একটি ভাগ হল ঠোঁটের সাজ। মেকআপে ঢাকা সম্ভব ঠোঁটের সকল খুঁত। মোটা ঠোঁট সরু করতে কিংবা সরু ঠোঁট মোটা করতে মেকআপের সাহায্য নিন। জেনে নিন কোন উপায় পারফেক্ট ঠোঁট পাওয়া যাবে। পারফেক্ট ঠোঁট পেতে প্রয়োজন লিপ লাইনার, লিপস্টিক, লিপ প্রাইমার, আর কনসিলারের প্রয়োজন। জেনে নিন এগুলো কীভাবে ব্যবহার করবেন।
সবার আগে ঠোঁট পরিষ্কার করে নিন। ঠোঁট জমে থাকা মরা চামড়া বের করে দিন। এবার লাগান লিপবাম। কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার শুরু করুন ঠোঁটের সাজ। প্রথমে প্রাইমার লাগান। ঠোঁটের সাজ শুরুর প্রথম ধাপ হল প্রাইমার। ঠোঁটের ওপর, নীচে এবং ঠোঁটের ওপর লাগান প্রাইমার। এবার লাগান কনসিলার। ভালোভাবে ব্লেন্ড করবেন। এই কনসিলার লাগানোর সময় কনসিলারের স্টিক ব্যবহার করতে পারেন। অথবা স্পঞ্জ ব্যবহার করতে পারেন। তবে, ভালোভাবে ব্লেন্ড করা দরকার। এবার লাগান লিপ লাইনার। ঠোঁটের আকৃতি সঠিক করা হয় এই পর্যায়ে। লিপলাইনার দিয়ে ঠোঁটের চারদিক এঁকে নিন। এমন ভাবে ঠোঁট আঁকুন যাতে আকৃতি ঠিক থাকে। এবার ব্যবহার করুন লিপস্টিক।
অনুষ্ঠানের কথা মাথায় রেখে লিপস্টিক বেছে নিন। এমন ভাবে লিপস্টল লাগান যাতে তা লিপ লাইনারের বাইরে না বের হয়ে যায়। এই সময় ধীরে ধীরে ঠোঁটকে সাজিয়ে তুলুন। হয়ে গেলে লাগাতে পারেন লিপ গ্লস। লিপস্টিকের ওপর দিয়ে লিপ গ্লস লাগান। এতে ঠোঁটে একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠবে। লিপগ্লস লাগালেই পুরো ঠোঁটের সাজ শেষ এমন নয়।
অনেকেরই দাঁতে লিপস্টিক লেগে যায়। সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে ঠোঁটের সাজ হয়ে গেলে একটি টিস্যু পেপারের সাহায্য এই সমস্যার সমাধান করুন। প্রথমে দুটি ঠোঁটের মাঝে টিস্যু পেপার রাখুন। তা ভালো করে দুই ঠোঁয় দিয়ে টিপুন। এবার বের করে নিন। এতে ঠোঁটের ভিতরের অংশে লিপস্টিক লেগে থাকলে তা বের হয়ে যাবে। মূলত ঠোঁটের ভিতরের অংশে লিপস্টক থাকলে তাই দাঁতে লেগে যায়। তাই ঠোঁটের সাজ শেষ করার আগে এই পদ্ধতি অনুসরণ করতে ভুলবেন না। তা না হলে, পুরো সাজ সম্পূর্ণ হবে না। এই কয়টি কৌশলে ঠিক করুন ঠোঁটের আকার। এই টোটকাতেই পাবেন পারফেক্ট লিপ। মনে রাখবেন পারফেক্ট ঠোঁট পেতে গেলে তার মাপ আকার ঠিক রাখা দরকার। আর মেকআপে সকল খুঁত ঢাকা যায়।
আরও পড়ুন- জীবনযাত্রায় এই তিন পরিবর্তনে কমবে ওজন, রইল সহজ তিন টোটকার হদিশ, জেনে নিন কী করবেন
আরো পড়ুন- গরমে শুষ্ক ত্বকে ব্যবহার করুন ঘরে তৈরি ফেসপ্যাক, রইল ১০টি প্যাকের হদিশ
আরও পড়ুন- এই ছোট্ট ভুলেই শরীরে বাড়ে বিপদের ঝুঁকি, জগিংয়ের সময় মাথায় রাখুন এই বিষয়গুলি