স্নানের পর ত্বকে চুলকানি ভাব দেখা যাচ্ছে, জেনে নিন কী করবেন, রইল ঘরোয়া টোটকার হদিশ

গরমে অনেকেরই ত্বকে চুলকানি ভাবের সমস্যা দেখা দেয়। বিশেষ করে স্নানের পর। এমন সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন ঘরোয়া টোটকা। স্নানের পর এই কয়টি কাজ করুন। এতে ত্বকে চুলকানি ভাব দূর হবে।

Sayanita Chakraborty | Published : Apr 20, 2022 9:32 AM IST

গরম পড়ল মানে একের পর এক ত্বকের সমস্যা। এই সময় ব্রণ, তেলতেলে ভাব কিংবা ত্বকে লালচে ভাবের সমস্যা তো আছেই। এর সঙ্গে দেখা দেয় চুলকানি ভাব। গরমে অনেকেরই ত্বকে চুলকানি ভাবের সমস্যা দেখা দেয়। বিশেষ করে স্নানের পর। এমন সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন ঘরোয়া টোটকা। স্নানের পর এই কয়টি কাজ করুন। এতে ত্বকে চুলকানি ভাব দূর হবে।

ত্বকের যে অংশে চুলকানি হচ্ছে, সেই জায়গায় বরফ কিংবা ঠান্ডা কাপড় দিন। অন্তত ১০ মিনিট রাখুন এভাবে। দেখবেন ধীরে ধীরে জ্বালা ভাব কমে যাবে। ত্বক গরম হয়ে গেলে এমন চুলকানি ভাব দেখা দেয়। তাই ত্বকের সমস্যা সমাধানে বরফ দিন।  

ত্বকে চুলকানি ভাব অনুভূত হলে সুগন্ধি ব্যবহার করবেন না। একান্ত পারফিউম লাগাতে হলে তা জামার ওপর লাগান। কিন্তু, ত্বকে ভুলেও লাগাবেন না সুগন্ধী। এতে ত্বকের সমস্যা বাড়তে পারে। 

স্নানের পর উপযুক্ত ময়েশ্চর লাগান। অনেক সময় গরমে ত্বক অধিক শুষ্ক হয়ে যায়। যে কারণে চুলকানি ভাব দেখা যায়। তাই ত্বকে উপযুক্ত ময়েশ্চরাইজার লাগান। এতে ত্বকে জ্বালা পোড়া ভাব কম হবে। স্নানের সময় ত্বকের ময়েশ্চার কমে যায়। তাই এমন পণ্য ব্যবহার না করলে ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে।  

গরমে ত্বক ঠান্ডা রাখতে চাইলে সবার আগে পেট ঠান্ডা রাখুন। রোজ মৌরি ও মিছরি ভেজানো জল খান। এতে পেট ঠান্ডা হবে। পেটের সঙ্গে ত্বক ভালো থাকবে এই সকল খাবারে। আর গরম স্বাস্থ্যকর খাবার খান। এমন খাবার খান যা পেট ভালো রাখবে। সঙ্গে শরীর রাখবে সুস্থ। 

স্নানের সময় এসেন্সিয়াল অয়েল ব্যবহার করুন। স্নানের জলে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল দিয়ে দিন। এতে ত্বকের কোনও রকম সংক্রমণ থাকলে তা দূর হবে। স্নানের পর ত্বকে চুলকানি ভাব দেখা দিলে মেনে চলুন এই টোটকা। 

যাদের সেনসিটিভ ত্বক তারা দীর্ঘক্ষণ স্নান করবেন না। গরমে আরাম লাগে বলে বারে বারে গায়ে জল দিলেন কিংবা দীর্ঘক্ষণ শাওয়ারের তলায় দাঁড়িয়ে থাকলেন এমন করবেন না। এতে ত্বক আরও রুক্ষ্ম হয়ে যায়। ত্বকে নানান সমস্যাও দেখা দেয়। তাই ত্বককে রক্ষা করতে চাইলে এই টোটকা অবশ্যই মেনে চলুন। 

আরও পড়ুন- হিট ছাড়াই স্টাইলিং করুন চুলের, রইল সহজ কয়টি পদ্ধতির হদিশ, দেখে নিন এক ঝলকে

Latest Videos

আরও পড়ুন- Redmi 10A একেবারে জলের দরে, ৯ হাজার টাকারও কম দামে লঞ্চ হল এই স্মার্টফোন

আরও পড়ুন- সঙ্গম নাকি স্বমেহন, শরীর- মন সুস্থ রাখতে কোনটা বেশি কার্যকরী, যৌনতায় কী প্রভাব রয়েছে জানেন?
  

Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul