
তরমুজ আমাদের খুবই প্রিয় একটি ফল। তরমুজ যেরকম বাচ্চারা পছন্দ করে তেমন বড়রাও খুব পছন্দ করে। তরমুজ দিয়ে কি না হয়, তরমুজ এমনি গোটা কেটে খান অথবা তরমুজের শরবত অথবা সব রকম ফলের সাথে ফ্রুট সালাড অথবা ওয়াটার মিলন স্মুদি অথবা ফ্রুট কাস্টার্ডও আমরা বানিয়ে থাকি।
কিন্তু কেউ কখনো ভেবেছেন কি এই তরমুজের লাল অংশটা খেয়ে আমরা তার নিচের মোটা সাদা অংশটা ফেলে দি আর সেটা দিয়েই হতে পারে আরো নানারকম প্রিপারেশন? আজকে তাহলে আমরা দেখব ওই সাদা অংশটা না ফেলে ওটা দিয়ে একটা নতুন রেসিপি কি করে বানানো যায়। তরমুজের ভেতরের লাল অংশটা খাওয়া হয়ে গেলে আমরা সাধারণত তরমুজ এর বাকি অংশটা নষ্ট করে দি। কিন্তু এবার থেকে সেটা ফেলে না দিয়ে আমরা খুব সহজেই তৈরী করে নিতে পারি সুস্বাদু " তরমুজের খোসার মালাই"।
* তরমুজ মেজারমেন্ট কাপের ২ কাপ
* আদা বাটা ১ চা চামচ
* কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ
* রাঁধুনি বাটা ১ টেবিল
* গোটা জিরে ১ চা চামচ
* মেথি ১/২ চা চামচ
* শুকনো লঙ্কা ২ টি
* তেজপাতা ২ টি
* নুন ও চিনি স্বাদমতো
* হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
* জিরে গুঁড়ো ১/২ চা চামচ
* আটা ১ চা চামচ
* ঘি ১ চা চামচ
* ভাজা মশলা ১/২ চা চামচ
* ঘন দুধ ১/২ কাপ
* সর্ষের তেল পরিমাণমতো