
ভারতের বিভিন্ন প্রদেশে অন্যতম জনপ্রিয় সবজি টমেটো। আমিষ ও নিরামিষ রান্নায় টমেটো ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না, বিদেশ থেকে ভারতে এসেছে এই সবজি।
লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে যেমন ভারতে অনেক ফুটবলার এসে জনপ্রিয় হয়ে উঠেছেন, তেমনই এই মহাদেশ থেকে টমেটো এসে ভারতের জনপ্রিয় সবজি হয়ে উঠেছে। ৪০০ বছরেরও বেশি সময় আগে পর্তুগিজদের হাত ধরে ভারতে আসে টমেটো।
পর্তুগিজরা ভারতে টমেটো নিয়ে এলেও, শুরুতে এদেশের মানুষ টমেটো এড়িয়ে চলতেন। কারণ, তাঁদের মনে হত, এই সবজি বিষাক্ত হতে পারে। পরে অবশ্য এই ধারণা বদলে যায়।
ভারতে এখন নানাভাবে টমেটো খাওয়া হয়। এই সবজির স্বাদ যেমন রয়েছে, তেমনই অনেক গুণও রয়েছে। এই কারণে জনপ্রিয় হয়ে উঠেছে টমেটো।
ভারতে টমেটো সবজি হিসেবে গণ্য হলেও, এটি আসলে এক ধরনের ফল। ইউরোপে টমেটো একসময় ‘পমডোরো’ নামে পরিচিত ছিল। এর অর্থ সোনালি আপেল। ফলে টমেটোর বাংলা সোনালি আপেল।
টমেটোয় ন্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, পটাশিয়াম রয়েছে। ফলে এই সবজি অত্যন্ত উপকারী। রান্নার পাশাপাশি রূপচর্চার ক্ষেত্রেও টমেটো ব্যবহার করা হয়।
টমেটোয় বিভিন্ন ভিটামিন ও খনিজ সম্পদ থাকায় এই সবজি ত্বক ভালো রাখে। এই কারণে অনেক মহিলাই ত্বক ভালো রাখার জন্য টমেটো মাখেন।
টমেটো সস ও টমেটো কেচাপ অত্যন্ত জনপ্রিয়। স্ন্যাক্স জাতীয় খাবারের সঙ্গে এগুলি খাওয়া হয়।
টমেটো সস ও কেচাপের পাশাপাশি চিপ, পাস্তার মতো খাবারও এখন তৈরি হচ্ছে। এই খাবারগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
টমেটো শীতকাল গরমকালের সবজি হিসেবে পরিচিত নয়। সারা বছরই বাজারে এই সবজি পাওয়া যায়।