Food for Increase Height: যে কোনও বয়সে বাড়বে উচ্চতা, যদি এই সামান্য বদল আনতে পারেন ডায়েটে

এই ধারণা একেবারে ভুল। সঠিক খাবার যে কোনও বয়সে উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। উচ্চতা বাড়াতে চাইলে নিয়ম করে ভিটামিন খান। জেনে নিন কী কী।

 

deblina dey | Published : Oct 28, 2023 6:38 AM IST
19

উচ্চতা বৃদ্ধি নিয়ে সকল মায়েরা সব সময় চিন্তায় ভোগেন। বাচ্চার সঠিক বিকাশের জন্য নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ান বাচ্চাকে। আবার অনেক মায়েরা ভরসা করেন এক্সারসাইজের ওপর। উচ্চতা নিয়ে ছোট বয়সে শুধু নয়, সব বয়সেই রয়েছে চিন্তা।

29

অনেকেরই ধারণা বয়স বাড়লে উচ্চতা বাড়ে না। কিন্তু, এই ধারণা একেবারে ভুল। সঠিক খাবার যে কোনও বয়সে উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। উচ্চতা বাড়াতে চাইলে নিয়ম করে ভিটামিন খান। জেনে নিন কী কী।

39

ভিটামিন ডি-

হাড় মজবুত করতে ও লম্বা হতে সাহায্য করে ভিটামিন ডি। এর সঙ্গে মজবুত হয় দাঁত। ভিটামিন ডি-এর উৎস হল সূর্যালোক। এছাড়াও কিছু খাবারে আছে ভিটামিন ডি।

49

দুধ, টমেটো, সাইট্রাস ফল, আলু ও ফুলকপিতে রয়েছে ভিটামিন ডি। এটি শরীরে পুষ্টি জোগায়। এতে উচ্চতা বাড়বে। নিয়মিত খেতে পারেন ভিটামিন ডি যুক্ত খাবার।

59

ভিটামিন সি-

এই ভিটামিনটি অ্যাসকরবিক অ্যাসিড নামে পরিচিত। এতে হাড়া ও দাঁত শক্ত হয়। উচ্চতা বৃদ্ধি হয় ভিটামিন সি-এর গুণে। আলু, সাইট্রাস ফল ও বেরি খেতে পারেন। ভিটামিন সি খেলে শরীরও সুস্থ থাকবে।

69

এর সঙ্গে খেতে পারেন ক্যালসিয়াম। ক্যালসিয়াম শরীরের সকল ঘাটতি পূরণ করে। এটি উচ্চতা বৃদ্ধিতে বেশ উপকারী। পালং শাক, দুগ্ধ জাতীয় দ্রব্যে থাকে ক্যালসিয়াম। নিয়মিত খেলে উচ্চতা যেমন বৃদ্ধি পাবে তেমনই হাড় শক্ত হবে।

79

ভিটামিন সি-

এই ভিটামিনটি অ্যাসকরবিক অ্যাসিড নামে পরিচিত। এতে হাড়া ও দাঁত শক্ত হয়। উচ্চতা বৃদ্ধি হয় ভিটামিন সি-এর গুণে। আলু, সাইট্রাস ফল ও বেরি খেতে পারেন। ভিটামিন সি খেলে শরীরও সুস্থ থাকবে।

89

এর সঙ্গে খেতে পারেন ক্যালসিয়াম। ক্যালসিয়াম শরীরের সকল ঘাটতি পূরণ করে। এটি উচ্চতা বৃদ্ধিতে বেশ উপকারী। পালং শাক, দুগ্ধ জাতীয় দ্রব্যে থাকে ক্যালসিয়াম। নিয়মিত খেলে উচ্চতা যেমন বৃদ্ধি পাবে তেমনই হাড় শক্ত হবে।

99

বর্তমানে দাঁতের ক্ষয়ের সমস্যায়ও অনেকে ভুগছেন। এর থেকে মুক্ত পেতে নিয়মিত খাদ্য তালকায় রাখুন ক্যালসিয়াম। তাই নিজের উচ্চতার পরিবর্তন করতে চাইলে সবার আগে বদল করুন খাদ্যতালিকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos