দুর্গাপুজো স্পেশাল বাড়িতেই বানিয়ে ফেলুন রোস্টেড অমৃতসরি মুর্গ, রইল সহজ টিপস

Published : Sep 21, 2025, 12:51 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Amritswari Murg Recipe: পুজোয় খাওয়া-দাওয়ার মজা কে আরো দ্বিগুণ ভরিয়ে তুলুন নতুন রেসিপি দিয়ে আর আত্মীয় পরিজনের সঙ্গে আনন্দে সময় কাটান। বিশদ রেসিপি জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Amritswari Murg Recipe: আজ মহালয়া। পুজোর আর মাত্র সাত দিন। পুজোর সময় আমরা ঘরে বিভিন্ন রকম নতুন নতুন রান্না বান্না করে খাই এবং আত্মীয় পরিজনকে বাড়িতে আমন্ত্রণ করি আড্ডা দেই ,খাওয়া দাওয়া করি ,সময় কাটাই। এই আনন্দ আড্ডাকে আরো বেশি করে জমিয়ে তোলে খাওয়া দাওয়া। আজকে সেরকমই একটা রেসিপি হল রোস্টেড অমৃতসরি মুর্গ..আসুন দেখে নেওয়া যাক কী কী লাগছে।

কীভাবে রান্না করবেন? 

উপকরণ:-

চিকেন ম্যারিনেশনের জন্য লাগছে:

* চিকেন - ১ কেজি

- আদা-রসুন পেস্ট -১ টেবিল চামচ

- কাসৌরী মেথি - ১ টেবিল চামচ

- ধনে গুঁড়ো -১ চা চামচ

- লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ

- হলুদের গুঁড়ো - ১/২ চা চামচ

- ঘি - ৪ টেবিল চামচ

- স্বাদমতো নুন

- টক দই - ২ টেবিল চামচ

- তেল - ৪ টেবিল চামচ

ভাজা মসলার জন্য লাগছে:

- গোটা গোল মরিচ -২ টেবিল চামচ

- গোটা ধনে - ১ টেবিল চামচ

- এলাচ - ৩ টে

- লবঙ্গ - ৪টে

- গোটা মেথি - ১/৪থ

- গোটা জিরে - ১/২ চা চামচ

- গোটা সর্ষে - ১/২ চা চামচ

সর্ষের তেল - ২ টেবিল চামচ

গ্রেভির জন্য লাগছে:

* তেল - ২ টেবিল চামচ

- তেজ পাতা - ২ টো

- ২টি সবুজ মরিচ

- পেঁয়াজ কুচি - ৩ টে

- বাটার - ২ টো কিউব

- টমেটো কুচি - ২ টো

- টক দই - ২ টেবিল

- স্বাদমতো নুন

- রোস্ট করা চিকেন

প্রণালী:

প্রথমে একটি পাত্রে চিকেন, আদা-রসুন পেস্ট, কাসৌরী মেথি ,ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঘি, স্বাদমতো নুন, দই আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ২০-৩০ মিনিটের জন্য রেখে দিতে হবে । তারপর গ্যাস এ একটা কড়াই বসিয়ে তাতে গোটা গোল মরিচ , গোটা ধনে , এলাচ, লবঙ্গ, গোটা মেথির , গোটা জিরে এবং গোটা সর্ষে হালকা শুকনো ভেজ নিয়ে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে একটা ভাজা মসলা তৈরি করে নিতে হবে ।

তারপর অন্য একটা নন স্টিক প্যান এ তেল দিয়ে তাতে তেল গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো অল্টে পাল্টে পট রোস্ট করে নিতে হবে যাতে দুই পাশে সেদ্ধ হয়ে এবং বাদামী হওয়া পর্যন্ত রোস্ট করতে হবে । তারপর চিকেন গুলো কে একটা পাত্রে তুলে রেখে সেই প্যান এই তেল দিতে হবে এবং তেল গরম হলে তাতে তেজপাতা , পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ হালকা ভাজা হলে মাখন দিয়ে পেঁয়াজগুলো সোনালী রঙের হওয়া পর্যন্ত ভাজতে হবে । 

এবার তৈরি করে রাখা ভাজা মশলা, টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা ভালো করে কষানো হয়ে গেলে তাতে রোস্ট করে রাখা চিকেন দিয়ে তাতে জল, দই, স্বাদমতো নুন দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ধরে মাঝারি আঁচে নাড়তে থাকতে হবে । তারপর তার মধ্যে বাটার দিয়ে নামিয়ে নিন । তাহলেই তৈরি হয়ে গেল রোস্টেড অমৃতসরি মুর্গ । এটা তন্দুরি রুটি , নান সাথে খেলে একেবারে জমে যাবে ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে সাতটি সুপারফুড, জানুন একঝলকে
শীতের দিনে মুখের স্বাদ বদলান, খুব সহজেই বানিয়ে ফেলুন পালং কর্ন রেসিপি