বাজার থেকে আনা টাটকা ফুলকপি কীভাবে জীবাণুমুক্ত করবেন? জানুন কয়েকটি পদ্ধতি

Published : Dec 14, 2025, 01:04 PM IST
cauliflower

সংক্ষিপ্ত

Vegetables Tips: সংরক্ষণ করার ভুলে ফুলকপিতে পচন ধরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। কখনও ছত্রাকের জন্ম হতে থাকে কপির উপর, কখনও বা নরম হয়ে যায় সব্জিটি। 

Vegetables Tips: শীত এলেই বাজারে ভরে যায় টাটকা ফুলকপিতে। সাদা, টাইট মাথার ফুলকপি দেখলেই কিনে ফেলেন অনেকেই। কিন্তু জানেন কি, এই সুন্দর ফুলকপির ভাঁজের গভীরে লুকিয়ে থাকতে পারে অসংখ্য ছোট পোকা, ময়লা ও রাসায়নিকের আস্তরণ? শুধু কলের জলে ধুয়ে নিলে তাতে কোনো লাভই হয় না। বরং শরীরে ঢুকে যেতে পারে ক্ষতিকর জীবাণু।

কিছু সহজ ঘরোয়া উপায়েই ফুলকপির ভাঁজের ভিতরে লুকিয়ে থাকা ময়লা ও পোকা সহজেই বের করে ফেলা যায়।

১. নুন ও হলুদ জলে ভিজিয়ে রাখুন: এক বাটিতে হালকা গরম জল নিন। তাতে ১ চামচ নুন ও আধা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। ফুলকপির টুকরোগুলো সেই জলে অন্তত ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে লুকিয়ে থাকা ছোট পোকা ও ডিম ভেসে উঠে যাবে জলের ওপরে।

২. লেবুর রসের কৌশল: অর্ধেক লেবুর রস একটি বড় পাত্রে জলে মিশিয়ে ফুলকপি ১০ মিনিট ভিজিয়ে রাখুন। লেবুর অ্যাসিডিক প্রকৃতি পোকা ও ময়লা দূর করে দেয় এবং রাসায়নিকও কমিয়ে আনে।

৩. ভিনেগারের জলে ডুবিয়ে রাখুন: ভিনেগার শুধু পরিষ্কারই করে না, জীবাণুও মেরে ফেলে। এক লিটার জলে ২ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে তাতে ফুলকপি ১০-১৫ মিনিট রাখুন। এরপর পরিষ্কার জলে ধুয়ে নিন।

৪. ফুটন্ত জলে সেদ্ধ করার টিপস: যদি ফুলকপি দিয়ে রান্না করার আগে আরও নিশ্চিন্ত হতে চান, তবে হালকা ফুটন্ত জলে ২ মিনিট ডুবিয়ে রাখুন। এতে ভেতরে থাকা অদৃশ্য পোকা বা কীটও নিশ্চিহ্ন হয়ে যাবে।

৫. কাটার আগে ভালোভাবে পরীক্ষা করুন: ফুলকপি কাটার আগে বাইরের সবুজ পাতা ও কান্ডের অংশ সরিয়ে নিন। তারপর মাঝখান থেকে কেটে ভিতরের অংশেও ভালো করে দেখুন কোনো কালচে দাগ বা ছিদ্র আছে কিনা।

শুধু জলে ধুলেই ফুলকপি পুরোপুরি পরিষ্কার হয় না- এটা অনেকেই জানেন না। কিন্তু নুন, হলুদ, ভিনেগার বা লেবুর মতো সাধারণ রান্নাঘরের উপকরণ ব্যবহার করলে সহজেই পোকা-ময়লা দূর হয় এবং খাবারও হয় আরও স্বাস্থ্যকর। তাই পরের বার ফুলকপি কিনলে এই পদ্ধতিগুলো একবার অবশ্যই চেষ্টা করে দেখুন – পরিবার থাকবে নিরাপদ, রান্নার স্বাদও বাড়বে বহুগুণ!

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আলু নয়, শীতের দিনে টমেটো দিয়ে বানিয়ে ফেলুন টমেটোর পরোটা, রইল সহজ রেসিপি
শীতে ডায়েটে যোগ করুন পেঁপে ও মটনের স্যুপ, রইল সহজ রেসিপির হদিশ, জেনে নিন মিলবে কী কী উপকার