ইনস্ট্যান্ট আমের আচারের রেসিপি: গরমে কাঁচা আমের স্বাদ নিন ইনস্ট্যান্ট আচারের সঙ্গে। কুকারে ৫ মিনিটেই তৈরি, এই গোপন রেসিপিটি অবশ্যই চেষ্টা করুন। পরোটা, ডাল-ভাতের সঙ্গে উপভোগ করুন।
প্রেসার কুকারে আমের আচার: গরমের মরশুমে কাঁচা আম প্রচুর পাওয়া যায় এবং এই কাঁচা আমের আচার খুবই সুস্বাদু লাগে। অনেকে সারা বছরের জন্য আচার বানিয়ে রাখেন আবার অনেকে ইনস্ট্যান্ট আচার খেতেও পছন্দ করেন। যদি আপনি আচার বানানোর ঝামেলা এড়াতে চান এবং ইনস্ট্যান্ট আমের আচার বানাতে চান, তাহলে আমরা আপনাকে এমন একটি পদ্ধতি বলছি যার মাধ্যমে আপনি মাত্র ৫ মিনিটেই সহজেই বাড়িতে আমের আচার বানাতে পারবেন। তাও আবার কুকারে, তাহলে চলুন জেনে নেওয়া যাক এই পদ্ধতি...