আলু, বেগুন, থোর, কাঁচকলা দিয়ে তৈরি এই রকমারি সবজির মতো অনন্য স্বাদ বাংলা ছাড়া আর কোথাওই পাওয়া যায় না।
কলকাতার ফুচকা মানেই নস্টালজিয়া। চটপটে আলুর পুরের সঙ্গে টক জলের যে অসাধারণ মিশেল তা কলকাতা ছাড়া আর কোনও জায়গার ফুচকায় পাওয়া যায় না।
বাঙালি রান্নার কথা হবে আর আলু পোস্তর নাম আসবে না তা হতেই পারে না। বাঙালি রান্নার এক ঐতিহ্যময় খাবার হল আলুপোস্ত।
কলকাতার বিখ্যাত কাঠি রোলের সুখ্যাতি দেশজোড়া। মূলত পরোটার মধ্যে চিকেন কাবাব দিয়ে তৈরি হয় এই রোল।
মাংসের তাবর তাবর রেসিপিও হার মানে বাংলার কষা মাংসের সামনে। গরম ভাতের সঙ্গে চিকেন বা মটন কষা ছাড়া বাঙালির খাওয়া অসম্পূর্ণ।
বাঙালির মিষ্টতা আর বাংলার মিষ্টির সুখ্যাতি জগৎ জোড়া। শেষ পাতে মিষ্টি দই ছাড়া বাঙালির খাওয়া সম্পূর্ণ হয় না।
Ishanee Dhar