বানান তেরঙা কুলফি। পাত্রে দুধ নিন। তাতে কেশর মিল্ক পাউডার, কর্নফ্লাওয়ার, পেস্তা বাদান ও এলাচ দিয়ে নাড়ুন। ফুটিয়ে নিন। এবার ঠান্ডা হলে কুলফির কন্টেনারে ঢেলে দিন। এর ওপর দিকে কমলা, মাঝে সাদা ও নিচের অংশে অল্প করে ফুড কালার দিন। ফ্রিজে ঢুকিয়ে দিন। জমে গেলে তৈরি তেরঙা কুলফি।