Viral Video: কীভাবে তৈরি হচ্ছে আপনার সাধের পিৎজা? ভিডিও দেখে দুই ভাগ নেটিজেনরা

Published : Dec 21, 2023, 08:55 PM IST
pizza recipe in Hindi

সংক্ষিপ্ত

ইন্টারনেট এমন একটি ভিডিও নিয়ে এসেছে যা খাবারের স্বপ্নের চেয়ে কম কিছু দেখায় না। ক্লিপটি, যা একটি ইনস্টাগ্রাম ফুড পেজ শেয়ার করেছে। যেখানে পিৎজা তৈরির পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হয়েছে। আপনিও দেখুন ভিডিওটি। 

পিৎজা- আট থেকে আশি অনেকেরই পছন্দের খাবার। চিজে ঠাসা। সস আর ক্রিম দেওয়া। সঙ্গে চাইলে চিকেন বা মাশরুম দেওয়া থাকে। ভেজ , ননভেজ দুই রকম পিৎজাই বাজার মাতাচ্ছে। সেই পিৎজা তৈরির কারখানা থেকে শ্যুট করা একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইন্টারনেট এমন একটি ভিডিও নিয়ে এসেছে যা খাবারের স্বপ্নের চেয়ে কম কিছু দেখায় না। ক্লিপটি, যা একটি ইনস্টাগ্রাম ফুড পেজ শেয়ার করেছে। যেখানে পিৎজা তৈরির পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হয়েছে। আপনিও দেখুন ভিডিওটি।

 

 

তবে ভিডিওটি নিয়ে খাদ্য রসিকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলেছেন এটি ঠিক পিৎজা নয়। এটি অনেকটা বিস্কুটের মত। এতে পিৎজার স্বাদ পাওয়া যাবে না বলেও দাবি করেছেন অনেকে। অনেকেই আবার বলেছেন এটি তার দেখা সবথেকে খারাপ পিৎজা। অনেকে আবার চেখে দেখার কথা বলেছেন।

তবে অনেকেই বলেছেন পিৎজা তৈরির প্রক্রিয়াটি স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে। যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তারপরেই এই পিৎজার স্বাদ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যাইহোক আনন্দ মাহিন্দ্রার পাশাপাশি অভিষেক বচ্চনও এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন।

এর আগেও একাধিক খাবার সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন কেড়েছে। কোনওটি নিয়ে তীব্র আলোচনা হয়েছে। কোনটির দিক থেকে এবারও মুখ ফিরিয়ে নিয়েছে নেটিজেনরা। আবার অনেক সময়ই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির ভিডিও নিয়ে প্রবল আলোচনা হয়েছে। তবে এবার কিন্তু পিৎজা তৈরির ভিডিওটি নেটিজেনদের তেমন ভাবে প্রভাবিত করতে পারেনি। তবে  এই বিষয় নিয়ে আলোচনা হয়এছে জোরদার। 

PREV
click me!

Recommended Stories

শীতে শরীর গরম রাখুন, তিলের লাড্ডু খেয়ে সতেজ থাকুন
চিকেন মটন বাদ দিন, আলু দিয়ে বানিয়ে খান সুস্বাদু একটি দারুণ স্যুপ, রইল রেসিপি