Happy New Year 2022 : নতুন বছরে কাজে লাগান এই ট্রিকস, কর্মক্ষেত্রে হয়ে যান সকলের 'মধ্যমণি'

 করোনার আতঙ্কের মধ্যে পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে ব্যস্ত সকলেই।  সারা বছর কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যায় আমরা কমবেশি প্রত্যেকেই জেরবার থাকি। কিন্তু নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে যদি পুরোনো সমস্যা নিয়ে বছরটা শুরু হয় সেটা কিন্তু মোটেই ভাল নয়। তাই নতুন বছর মানেই চাই নিউ ইয়ার রেজোলিউশন। কিন্তু এবার বছরের শুরুতে কর্মক্ষেত্রে নিজের অবস্থান ভাল করতে মেনে চলুন কিছু সহজ ট্রিকস, যা মেনে চললেই আপনি হয়ে উঠতে পারবেন অফিসের মধ্যমণি।

বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে ডেল্টার চেয়ে দ্রুত হারে। যা নিয়ে ফের আতঙ্ক শুরু হয়েছে মানুষের মধ্যে। রাত পোহালেই শুরু হবে নতুন বছর।পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর পালা। নতুন স্বপ্ন -নতুন আশা- নতুন ভরসা নিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। করোনার আতঙ্কের মধ্যে পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে ব্যস্ত সকলেই।  সারা বছর কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যায় আমরা কমবেশি প্রত্যেকেই জেরবার থাকি। কিন্তু নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে যদি পুরোনো সমস্যা নিয়ে বছরটা শুরু হয় সেটা কিন্তু মোটেই ভাল নয়। তাই নতুন বছর মানেই চাই নিউ ইয়ার রেজোলিউশন। কিন্তু বছরের শুরুতে প্রতিজ্ঞা করা সমস্ত কথা বছর পেরোতে না পেরোতেই আমরা ভুলে যাই।  কিন্তু এবার বছরের শুরুতে কর্মক্ষেত্রে নিজের অবস্থান ভাল করতে মেনে চলুন কিছু সহজ ট্রিকস, যা মেনে চললেই আপনি হয়ে উঠতে পারবেন অফিসের 'মধ্যমণি'।

 

Latest Videos

স্মার্ট ওয়ার্কার না হার্ড ওয়ার্কার

বছর শেষ হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন। আপনি স্মার্ট ওয়ার্কার হতে চান না হার্ড ওয়ার্কার। অফিসে এমন অনেক কাজ থাকে যেগুলি খুব কঠোর পরিশ্রম করে করলেও খুব একটা লাভ হয় না। আবার এমন কোনও প্রজেক্ট যেখানে কিনা সামান্য খাটলেই সকলের নজরে পড়া যায়। এই ধরনের কাজগুলিতে বেসই মন দিয়ে করুন। আপনার পরিশ্রম ও সময় কোন কাজে ব্যায় করলে সাফল্য আসবে সবার আগে সেটা জেনে নিন। সারাদিন কতটা কাজ করছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ  সারাদিনে কী কাজ করছেন।

 

নিজেকে খুশি করে কাজটা করুন

নিজের মন থেকে কাজকে সবার আগে ভালবাসুন। সবসময়ে বসের কথামতো সব কিছু অক্ষরে অক্ষরে পালন করলেই সাফল্য আসে না। নিজের উপর বিশ্বাস রাখুন। নিজের কাজের জায়গায় যতটা পারবেন সিরিয়াস থাকুন। বসকে খুশি করতে কাজ নয়, বরং ভালবেসে নিজেকে খুশি করে কাজটা করুন।

 

ডেডলাইন মিস করবেন না

সবসময় আপনার মনের মতোন সবকিছু হবে তা কিন্তু কখনওই নয়। মনের মতোন সবকিছুকে করে নিতে হয়। কিন্তু যে কাজটি করবেন তাতে সবসময় চেষ্টা করুন নিজের বেস্টটা দিতে। যে কোনও কাজ করার সময়েই মাথা ঠান্ডা রাখুন। বিরক্তি, রাগ কর্মক্ষেত্রে যতটা পারবেন দূরে সরিয়ে রাখুন। দিনের শেষে আপনার কাজই কিন্তু আপনার কথা বলবে। তাই ভুলেও কিন্তু ডেডলাইন মিস করবেন না।

 

 

কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু করুন

যে কোন একটা নির্দিষ্ট কাজের মধ্যে নিজেকে আটকে ফেলবেন না। এতে আপনার উন্নতিও আটকে যেতে পারে। নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে  নিজেকে গুটিয়ে রেখে কখনওই কাজ করা ঠিক নয়। নতুন কাজ করলেই সাফল্য আসতে বাধ্য এবং বসেরও সুনজরে পড়বেন।

 

নিজের ব্র্যান্ড ভ্যালু  তৈরি করুন

অনেকেই আছেন যারা কিনা সারাবছর ফাঁকি দেওয়ার পরেও  ভালো কাজের তকমা নিয়ে দিনের শেষে বাড়ি ফেরেন। কিন্তু আপনি কি তাদের মধ্যে পড়েন? পড়েন না তো। সারাবছর মন দিয়ে কাজ করেও নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন নি। তাই নতুন বছরের শুরুতেই নিজের ব্র্যান্ড তৈরি করুন। সারাদিন বসে শুধু কাজ করলেই হল না। বসেরও নজরে পড়া চাই। তাই সবার আগে নতুন বছরে অফিসে যাওয়ার আগে নিজের ব্র্যান্ড ভ্যালু নিজেই তৈরি করুন।

 

Share this article
click me!

Latest Videos

‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today