পুজোয় ভুরিভোজের পর পেটের অবস্থা বেহাল? সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া টোটকার ওপর ভরসা রাখুন

Published : Oct 14, 2024, 01:02 PM IST

পুজোর খাওয়া-দাওয়ার পর পেটের সমস্যায় চিরতার জল উপকারী। এটি হজম ক্ষমতা বৃদ্ধি, শরীরের টক্সিন দূর করতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে।

PREV
19

পুজোর কদিন জমিয়ে হয়েছে খাওয়া দাওয়া। এতে পেটের সমস্যা দেখা দিচ্ছে বিস্তর। এই সমস্যা থেকে বাঁচতে নানান রকম ওষুধ না খেয়ে ঘরোয়া টোটকার ওপর ভরসা রাখুন।

29

শরীর টক্সিন মুক্ত করতে চিরতার জল পান করুন। মিলবে একাধিক উপকার।

39

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বেশ উপকারী চিরতার জল। খালি পেটে চিরতার জল পান করলে মিলবে উপকার।

49

চিরতার পাতা ও শিকড় দুটোতেই ওষুধী গুণ। পেটের সমস্যা থেকে যদি কখনও জ্বর আসে তাহলে চিরতার জল পান করুন। এতে দ্রুত মিলবে উপকার।

59

হজম ক্ষমতা বৃদ্ধিতে উপকারী চিরতার জল। নানা রকম খাওয়া দাওয়ার কারণে গ্যাসের সমস্যা অ্যাসিডিটির সমস্যায়ও হয়। এর থেকে মুক্তি পেতে চিরতার জল পান করুন।

69

বডি ডিটক্স করতে চিরতার জল পান করতে পারেন। চিরতার জল রক্ত পরিষ্কার করে। এটি শরীরে টক্সিন জমা হলে খিদে নষ্ট হয়ে যায়। এর ফলে খিদে করে যায়। তাই চিরতার জল খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাওয়ার সঙ্গে খিদে পায়।

79

ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইলে চিরতার জল পান করতে পারেন। ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী চিরতার জল। যা ওষুধের থেকে কম নয়।

89

ত্বকের সমস্যা দূর করতে খেতে পারেন চিরতার জল। এটি খেলে ব্রণ ও ফুসকুড়ির মতো সমস্যা দ্রুত দূর হয়ে থাকে।

99

সুস্থ থাকতে ঘরোয়া টোটকার ওপর ভরসা রাখুন। এতে মিলবে উপকার। দূর হবে নানান জটিলতা।

click me!

Recommended Stories