কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন কয়েকটি ঘরোয়া টোটকা, এগুলির ব্যবহারে নিমেষেই হতে পারে ব্যথার উপশম

Published : Mar 17, 2023, 05:53 PM ISTUpdated : Mar 17, 2023, 06:41 PM IST

চিকিৎসকের পরামর্শ এবং নিয়মিত ফিজিওথেরাপি ছাড়াও কয়েকটি ঘরোয়া উপায়ে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। সেই উপায়গুলি অবলম্বন করলে ব্যথা নির্মূল করা যেতে পারে সহজেই।  

PREV
115

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য অনুসারে, প্রায় প্রত্যেক মানুষই জীবনের কোনও না কোনও সময় কোমরের ব্যথায় ভোগেন।

215

প্রায় ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ কোমরের ব্যথায় কষ্ট পান, যাঁরা ভিন্ন ভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকেন এবং ভিন্ন ভিন্ন রুটিন ফলো করেন।

315

চিকিৎসকের পরামর্শ এবং নিয়মিত ফিজিওথেরাপি ছাড়াও কয়েকটি ঘরোয়া উপায়ে কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন আপনি।

415

এই ঘরোয়া উপায়গুলির মধ্যে কাজের ফাঁকে ফাঁকে শরীরকে টানটান করা খুবই জরুরি। চেয়ার ছেড়ে উঠে দুটো হাত মাথার ওপরের দিকে লম্বা করে পিঠ থেকে কোমর যতটা সম্ভব শরীরের পেছনের দিকে বাঁকান।

515

বিশেষজ্ঞরা বলছেন, আদায় প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, যা নার্ভের কাজে সহায়তা করে। তাই নিয়মিত খাদ্যতালিকায় আদা রাখলে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

615

অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে কিছুক্ষণ পর পর শরীরের ভর এক পা থেকে অন্য পায়ে নিন।

715

কোমরের ব্যথায় নীলগিরি বা ইউক্যালিপটাস তেল খুবই উপকারী। অল্প পরিমাণ জল গরম করে তাতে ৩ ভাগের ১ ভাগ নীলগিরি তেল দিয়ে গরম করে কোমরে মালিশ করুন। নিয়মিত এর ব্যবহারে উপকার পাবেন।

815

নীলগিরি তেল না থাকলে কাজে লাগানো যায় চিরাচরিত সর্ষের তেলও। সর্ষের তেলের মধ্যে কয়েক কোয়া রসুন থেঁতো করে ফুটিয়ে নিয়ে সেই তেল হালকা গরম থাকা অবস্থায় কোমরে মাখুন।

915

আধ কাপ নারকেল তেলের মধ্যে একটি কর্পূর ফেলে দিয়ে সেই তেল গরম করুন। অল্প ঠাণ্ডা হয়ে গেলে সেই মিশ্রণ কোমরে ব্যথার জায়গায় মালিশ করুন।

1015

তেল মাখার সময় একবার সোজা দিকে এবং আরেকবার বিপরীতদিকে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন।

1115

কোমরে ব্যথা হলে একটানা শুয়ে থাকবেন না। চলাচল করুন। না হলে, ব্যথার স্থান শক্ত হয়ে গিয়ে ব্যথা জমে যেতে পারে।

1215

নিয়মিত নরম কাপড় গরম করে, অথবা হট ব্যাগ বা বোতলে গরম জল নিয়ে কোমরে সেঁক দিলে ব্যথা থেকে আরাম পাবেন।

1315

যাঁদের কোমরে ব্যথা থাকা সত্ত্বেও হিল জুতো পরা বাধ্যতামূলক, তাঁরা তুলনামূলকভাবে কম উচ্চতার হিল পরুন ও মাঝে মাঝে জুতো খুলে বসে পা এবং কোমরকে বিশ্রাম দিন।  

1415

হলুদ আমাদের শরীরের ব্যথা বেদনা কমায়। তাই প্রত্যেকদিন এক কাপ দুধে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে খেলে কোমরের ব্যথা কমে যেতে পারে।

1515

তবে, এই ঘরোয়া উপায়গুলি অবলম্বন করার পরেও ব্যথা একনাগাড়ে অনেকদিন ধরে স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

click me!

Recommended Stories