'বয়স কারও ধার ধারে না,' মার্কিন ধনকুবের ব্রায়ান জনসন কি সত্যিই অমরত্ব লাভ করতে পারবেন?

সত্যজিৎ রায় ও সন্দীপ রায়ের বিখ্যাত ছবি 'গুপী বাঘা ফিরে এলো'-তে রবি ঘোষ ও তপেন চট্টোপাধ্যায় বয়স কমানোর চেষ্টা করেছিলেন। বাস্তবে কি এরকম কিছু সম্ভব হতে পারে? স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে যৌবন ধরে রাখা যায়?

Soumya Gangully | Published : Dec 11, 2024 8:44 AM IST / Updated: Dec 11 2024, 03:34 PM IST
110
অর্থবান ব্যক্তিরা কি সত্যিই বিজ্ঞানের সাহায্য নিয়ে অমরত্ব লাভ করা সম্ভব?

মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের ব্রায়ান জনসন বয়স কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি আর্থিক ক্ষমতা এবং বিজ্ঞানকে কাজে লাগিয়ে যৌবন ধরে রাখার চেষ্টা করছেন।

210
'গুপী বাঘা ফিরে এলো'-র মতো কি সত্যিই কোনও মানুষের পক্ষে বয়স কমানো সম্ভব?

অমর হওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করার ইচ্ছা সবারই থাকে। অনেক সাহিত্য, চলচ্চিত্রে অমরত্ব লাভের প্রসঙ্গ উঠে এসেছে। এবার বাস্তবেও কি তেমন কিছু দেখা যাবে?

310
মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের ব্রায়ান জনসন বয়স কমিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ধনকুবের ব্রায়ান জনসন বয়স কমিয়ে দেওয়ার জন্য বিশেষ চেষ্টা শুরু করেছেন। তিনি এই কাজে সফল হবেন বলে আশা করছেন।

410
অলৌকিক কোনও কাণ্ড অবশ্য করছেন না এই মার্কিন ধনকুবের, স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাসের উপরেই জোর দিচ্ছেন

ব্রায়ান জনসন তাঁর দৈনন্দিন জীবনযাপনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তাঁর মতে, যে অভ্যাস গড়ে তুলেছেন, তার মাধ্যমে যৌবন ধরে রাখতে পারবেন।

510
মার্কিন ধনকুবের ব্রায়ান জনসন অমরত্ব লাভ করার জন্য ঠিক কী উদ্যোগ নিচ্ছেন?

বয়স কমিয়ে দেওয়ার জন্য ব্রায়ান জনসন ঠিক কী কাজ করছেন জানলে অনেকেই তাজ্জব বনে যেতে পারেন।

610
বয়স বাড়তে না দেওয়ার লক্ষ্যে সারাদিনে শতাধিক সাপ্লিমেন্ট নেন ব্রায়ান জনসন!

রোজ ভোর সাড়ে চারটেয় ঘুম থেকে ওঠেন ব্রায়ান জনসন। তিনি সকাল সাড়ে এগারোটার মধ্যেই সারাদিনের মতো ভারী খাবার সেরে নেন। সারাদিনে বিশেষ কিছু চিকিৎসা পদ্ধতির সাহায্য নেওয়ার পাশাপাশি ১১১টি সাপ্লিমেন্ট নেন এই মার্কিন ধনকুবের।

710
যৌবন ধরে রাখার জন্য চিকিৎসার পাশাপাশি নিয়মিত শরীরচর্চার উপর জোর দেন ব্রায়ান জনসন

বয়স কমানোর লক্ষ্যে নিয়মিত শরীরচর্চা, ভালো করে ঘুমের উপর জোর দেন ব্রায়ান জনসন।

810
নিজের লক্ষ্যে পৌঁছনোর লক্ষ্যে প্রতি মাসে ৭০ পাউন্ড সবজি খান ব্রায়ান জনসন

প্রতিদিন সকালে ব্রকোলি, ফুলকপি, কালো ডাল, মাশরুম, রসুন ও আদা খেয়ে দিন শুরু করেন ব্রায়ান জনসন। এরপর বাদাম খান এই ধনকুবের। এরপর দিনের শেষ খাবার হিসেবে সবজি, বাদাম, ব্ল্যাক বেরি, বিভিন্ন বীজ, ১৫ গ্রাম ডার্ক চকোলেট, ৩০ মিলিলিটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খান। সারাদিনে ১,৯৭৭ ক্যালরি গ্রহণ করেন তিনি। সারা মাসে তিনি ৭০ পাউন্ড সবজি খান।

910
শরীর সুস্থ রাখার জন্য মানসিকভাবে তরতাজা থাকার উপর জোর দেন ব্রায়ান জনসন

দিনের শেষে ৩ আউন্স ওয়াইন খান ব্রায়ান জনসন। তিনি দীর্ঘ ও নীরোগ জীবনের জন্য মানসিকভাবে সুস্থ থাকার উপরেও জোর দিচ্ছেন।

1010
মার্কিন ধনকুবের ব্রায়ান জনসন কি এতরকমভাবে চেষ্টা করে অমরত্ব লাভ করতে পারবেন?

চিকিৎসকদের মতে, কোনও মানুষের পক্ষে চিরকাল বেঁচে থাকা এখনও সম্ভব নয়। ব্রায়ান জনসন হয়তো যৌবনের চেহারা ধরে রাখতে পারবেন। কিন্তু তাঁকেও একদিন শারীরিকভাবে প্রয়াত হতেই হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos