যে কোনও খাবার খাওয়ার পরেই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছা হয় ধূমপায়ীদের?

সিগারেটের উপর কর যতই বাড়ুক না কেন, যাঁরা নেশা করেন, তাঁদের দমিয়ে রাখা যাচ্ছে না। কোনওভাবেই ধূমপানের নেশা দূর করা সম্ভব হচ্ছে না। নিজেদের শারীরিক ক্ষতি করেও ধূমপান করছেন নেশাড়ুরা।

Soumya Gangully | Published : Dec 9, 2024 11:20 AM IST / Updated: Dec 09 2024, 06:38 PM IST
19
যাঁরা নিয়মিত ধূমপান করেন, তাঁরা যে কোনও খাবার খাওয়ার পরেই কাতর হয়ে পড়েন

ধূমপায়ীরা যে কোনও খাবার খাওয়ার পরেই ধূমপানের প্রয়োজন অনুভব করেন। সব ধূমপায়ীর ক্ষেত্রে একই ঘটনা দেখা যায়। চিকিৎসকদের মতে, এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকারক।

29
যে কোনও খাওয়ার পর ধূমপানের অভ্যাস সারা বিশ্বেই দেখা যায়, এই অভ্যাস বহু পুরনো

চিকিৎসকরা জানিয়েছেন, ধূমপান করলে হৃদযন্ত্র, ফুসফুস, স্নায়ুর উপর প্রভাব পড়ে। ধূমপানের নেতিবাচক প্রভাব এবং খাওয়ার পর ধূমপানের ইচ্ছা নিয়ে গবেষণায় এই তথ্য জানা গিয়েছে।

39
যে কোনও খাবার খাওয়ার পর ধূমপানের অভ্যাস শুধু খারাপই নয়, অত্যন্ত ক্ষতিকারক

চিকিৎসকদের মতে, খাবার খাওয়ার পর ধূমপানের অভ্যাস শারীরিক, মানসিক, সামাজিক প্রভাবের কারণে হয়। এর ফলে শারীরিক ক্ষতি হয়।

49
মস্তিষ্কে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ার ফলে ধূমপায়ীরা বারবার ধূমপানের প্রয়োজন অনুভব করেন

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ধূমপানের নেশা থাকলে মস্তিষ্কে বিশেষ রাসায়নিক প্রক্রিয়া হয়। ফলে ধূমপায়ীরা বেশ কিছুক্ষণ ধূমপান না করলে শরীর অস্থির হয়ে ওঠে, উদ্বেগ অনুভূত হয়।

59
সিগারেটের মধ্যে থাকা নিকোটিনের ফলেই মস্তিষ্কে রাসায়নিক প্রক্রিয়া হয়

চিকিৎসকরা জানিয়েছেন, সিগারেটের প্রধান উপকরণ নিকোটিন। এর প্রভাবে মস্তিষ্কে রাসায়নিক প্রক্রিয়া হয়। বারবার ধূমপান করতে থাকলে মস্তিষ্ক নিকোটিনের সঙ্গে পরিচিত হয়ে যায়। দীর্ঘক্ষণ ধূমপান না করলে মস্তিষ্কে প্রভাব পড়ে।

69
নিয়মিত ধূমপান করার ফলে মস্তিষ্কে ক্ষতিকারক প্রভাব পড়ে, মত মার্কিন গবেষকদের

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্তিষ্কের কার্যকলাপ বদলে দেয় নিকোটিন। ধূমপান করলে ধূমপায়ীরা মানসিকভাবে শান্ত থাকেন। কিন্তু ধূমপান না করলেই তাঁরা অস্থির হয়ে পড়েন।

79
ভারী খাবার খাওয়ার পর ধূমপানের অভ্যাস স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে, মত চিকিৎসকদের

চিকিৎসকরা জানিয়েছেন, খাওয়ার পর ধূমপান করলে হয়তো সাময়িক স্বস্তি পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্যের উপর এর মারাত্মক প্রভাব পড়ে। 

89
ধূমপায়ীদের প্রাত্যহিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে ধূমপান, ফলে অভ্যাস বদলানো কঠিন

চিকিৎসকদের মতে, ধূমপায়ীরা শুধু সকালে শৌচাগারে যাওয়ার সময় এবং খাওয়ার পরেই ধূমপান করেন না, প্রাত্যহিক নানা কাজের সঙ্গেই ধূমপান করেন। এর ফলে এই অভ্যাস দূর করা কঠিন।

99
খাওয়ার পর ধূমপানের অভ্যাস দূর করতে চাইলে চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত

এশিয়ানেট নিউজ বাংলা চিকিৎসার বিষয়ে মতামত দিচ্ছে না। ধূমপায়ীরা এই অভ্যাস দূর করতে চাইলে চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos