Dental Care: ঘাড়ে-মাথায় যন্ত্রণা, কান কটকট করছে? দাঁতের সমস্যা নয় তো?

দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা জরুরি। কিন্তু অনেকেই সেটা করেন না। দাঁতও যে শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, দাঁতের যত্ন নেওয়া উচিত, সেটা অনেকেই মাথায় রাখেন না।

প্রাচীন শহর হাওড়ায় অনেক সুযোগ-সুবিধাই নেই। এর মধ্যে একটি হল চিকিৎসা। গত ২ দশকে কয়েকটি বেসরকারি হাসপাতালে ভালো চিকিৎসার ব্যবস্থা হলেও, সাধারণ মানুষের ভরসা সেই এসএসকেএম, মেডিক্যাল কলেজ। হাওড়া জেলা হাসপাতালের উপর খুব বেশি মানুষ ভরসা করতে পারেন না। হাওড়ায় আরও একটি সমস্যা হল, কোনও একটি চিকিৎসা কেন্দ্রে দাঁতের চিকিৎসার উপর গুরুত্ব দেওয়া এতদিন দেখা যায়নি। তবে সম্প্রতি সালকিয়ার বেনারস রোডে একটি চিকিৎসা কেন্দ্রে দাঁতের চিকিৎসার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কর ক্লিনিক নামে এই চিকিৎসা কেন্দ্রে নামী ও দক্ষ দন্ত চিকিৎসকরা উন্নত যন্ত্রপাতির সাহায্যে যত্ন নিয়ে রোগীদের দেখছেন। দাঁতের সব সমস্যার চিকিৎসা করা হচ্ছে। এমনকী, ক্যান্সারের চিকিৎসাও করা হচ্ছে। দাঁতের চিকিৎসা ও যত্ন নেওয়া কেন জরুরি, সে বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টাও করছেন চিকিৎসকরা। তাঁরা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, কেন দাঁত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডেন্টিস্ট না, স্টোম্যাটোলজিস্ট

Latest Videos

চিকিৎসক সুদীপ্ত পাল জানিয়েছেন, 'অনেকের মধ্যেই ভুল ধারণা আছে, দাঁতের চিকিৎসক শুধু দাঁতেরই দেখভাল করেন। কিন্তু কেউ হাঁ করলে যে অংশ, সেখান থেকে আলজিভ পর্যন্ত পুরোটাই আমাদের চিকিৎসার আওতায় পড়ে। দাঁতের পাশাপাশি মাড়ি, জিভের যত্নও নিতে হয়। কোনও সমস্যা হলে আমরা তার চিকিৎসা করি। বেশিরভাগ মানুষই আমাদের ডেন্টিস্ট বলেন, কিন্তু আসলে আমাদের স্টোম্যাটোলজিস্ট বলা উচিত। কারণ, মুখের ভিতরের অংশের চিকিৎসা আমরা করি।'

দাঁত কেন গুরুত্বপূর্ণ?

এই চিকিৎসক আরও জানিয়েছেন, 'দাঁতের গঠন ঠিক না হলে কানের পাশের পেশিতে টান পড়ে। এর ফলে মাথা ও ঘাড়ে যন্ত্রণা হতে পারে, কান কটকট করতে পারে। অন্য চিকিৎসকদের পক্ষে সেটি বোঝা সম্ভব নয়। কোনও একটি কারণে অনেক সমস্যা হতে পারে, আবার অনেক কারণে একটি সমস্যা হতে পারে। অনেক সময় মাইগ্রেনের মতো যন্ত্রণাও দাঁতের সমস্যার কারণে হতে পারে। সেই কারণে দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন। দাঁতের গঠন শুরু হয় গর্ভাবস্থা থেকে। তারপর দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজায়। এই কারণে শিশু অবস্থা থেকেই দাঁতের যত্ন নেওয়া দরকার। না হলে অনেক সমস্যা হতে পারে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শীতকালে ঠান্ডা না গরম কোন জলে স্নান করেন? জানুন কেমন জলে স্নান করলে উপকার পাবেন

Stomach Cancer: কেন ভারতে ক্রমাগত বেড়েই চলেছে পাকস্থলীর ক্যান্সার? মহিলাদের থেকেও আশঙ্কা বাড়ছে পুরুষদের

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ১০ ধরনের লবণ রয়েছে, জেনে নিন কোনটি আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন