কলা থেকে তরমুজ- ডায়াবেটিসের রোগীরা ভুলেও খাবেন না এই কয়টি ফল, এতে বাড়তে পারে শারীরিক জটিলতা

ডায়াবেটিসের রোগীরা এমন খাবার খাবেন না যা বাড়াতে পারে জটিলতা। আজ রইল কয়টি ফলের কথা। কলা থেকে তরমুজ খাবেন না এই কয়টি ফল। দেখে নিন কী কী।

Sayanita Chakraborty | Published : Jan 26, 2024 3:21 PM IST

ঘরে ঘরে এখন ডায়াবেটিসের রোগী। এই ধরনের রোগীদের শরীর সুস্থ রাখতে সব সময় সতর্ক থাকা দরকার। সবার আগে বিশেষ নজর দিতে হবে খাদ্যতালিকায়। এমন খাবার খাবেন না যা বাড়াতে পারে জটিলতা। আজ রইল কয়টি ফলের কথা। কলা থেকে তরমুজ খাবেন না এই কয়টি ফল। দেখে নিন কী কী।

পেঁপে

ডায়াবেটিসের রোগীরা ভুলেও খাবান না পেঁপে। এতে ভিটামিন ও মিনারেলের মতো উপকারী উপাদান আছে। তবে, এতে থাকে প্রাকৃতিক চিনি। যা শরীরে ক্ষতি করে।

কলা

কলাতে আছে কার্বোহাড্রেট। এই ফল উপকারী হলেও তা ডায়াবেটিসের রোগীদের জন্য তেমন উপকারী নয়। এতে আছে প্রাকৃতিক চিনি। নিয়ম করে কলা খেলে শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

আনারস

আনারস মোটেও উপকারী নয় ডায়াবেটিসের রোগীদের জন্য। এতে আছে প্রাকৃতিক সুগার। ভুলেও খাবেন না আনারস। মেনে চলুন এই বিশেষ টিপস।

তরমুজ

ডায়াবেটিসের রোগীরা তরমুজ খাবেন না। এতে চিনির পরিমাণ থাকে বেশি। তরমুজ খেলে শারীরিক জটিলতা বাড়তে পারে। তাই মেনে চলুন এই বিশেষ টিপস।

আঙুর

ভুলেও আঙুর খাবেন না। ডায়াবেটিসের রোগীরা আঙুর খাবেন না। এতে শারীরিক জটিলতা বাড়তে পারে। মেনে চলুন এই বিশেষ টিপস। আঙুর খেলে সমস্যা তৈরি হতে পারে। তাই এই ফল না খাওয়াই ভালো।

আম

ডায়াবেটিসের রোগীরা আম খাবেন না। আম শারীরিক জটিলতা তৈরি করে থাকে। এতে থাকা প্রাকৃতিক চিনি স্বাস্থ্যহানীর কারণ হতে পারে। ডায়াবেটিসের রোগীদের জন্য আম মোটেও উপকারী নয়। মেনে চলুন এই বিশেষ টিপস। শরীর থাকবে সুস্থ। এবার থেকে কলা থেকে তরমুজ- ডায়াবেটিসের রোগীরা ভুলেও খাবেন না এই কয়টি ফল। এতে বাড়তে পারে শারীরিক জটিলতা।

 

আরও পড়ুন

শীতের মরশুমে এই কয় উপায় ব্যবহার করুন অলিভ অয়েল, দূর হবে রুক্ষ্ম চুলের সমস্যা

Heavy Earrings: বিয়েবাড়ির সিজনে ভারী দুল পরে কান ব্যথায় টনটন? জেনে নিন সমস্যা দূরীকরণের সহজ কৌশল

Share this article
click me!