তলপেটের মেদ কমাতে চান? জেনে নিন আদৌ কি তা সম্ভব? কোন উপায় মিলবে উপকার

তলপেটের মেদ কমাতে পর্যাপ্ত ঘুম, সঠিক খानাপিনা, নিয়মিত ব্যায়াম এবং মানসিক সুস্থতা বজায় রাখা জরুরি। প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া, ধ্যান করা, স্ট্রেস মুক্ত থাকা এবং পর্যাপ্ত জল পান করার মাধ্যমে তলপেটের মেদ কমানো সম্ভব।
Sayanita Chakraborty | Published : Nov 22, 2024 10:37 AM IST
110

বাড়তি মেদ নিয়ে সকলেই থাকেন চিন্তিত। মেদ কমাতে কী করবেন ঠিক করে উঠতে পারেন না। এবার মেদ কমানোর জন্য রইল বিশেষ টিপস। তলপেটের মেদ কমাতে চাইলে মেনে চলুন এই টিপস।

210

রোজ পর্যাপ্ত ঘুমান। পর্যাপ্ত ঘুম না হলে হরমোনের অসঙ্গিত দেখা যায়। এর প্রভাবে তলপেটে মেদ জমে। মেনে চলুন বিশেষ টিপস।

310

আপনার পেটে কতটা মেদ জমছে তা নির্ভর করে আপনি কী খাওয়া দাওয়া করছেন তার ওপর।

410

মেদ কমাতে চাইলে প্রোটিন সমৃদ্ধ খাবার খান। প্রোটিন সমৃদ্ধ খাবার মেটাবলিজম বাড়াবে। ফলে ওজন থাকবে নিয়ন্ত্রণে।

510

মেদ কমাতে চাইলে রোজ সকালে ধ্যান বা মেডিটেশন করুন। এতে সারাদিন শরীর ঝরঝরে লাগবে। মেডিটেশন করলে মানসিক সুস্বাস্থ্য বজায় থাকে। ভালো হরমোন শরীর থেকে নির্গত হবে।

610

স্ট্রেস মুক্ত থাকুন। স্ট্রেসলে মেদ বৃদ্ধি পায়। তাই এই মানসিক ভাবে সুস্থ থাকার চেষ্টা করুন। মন ভালো রাখার জন্য সঠিক খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন।

710

রোজ শরীর চর্চা করুন। পেটের মেদ কমানোর ব্যায়াম করুন। এতে মিলবে উপকার। শরীর থাকবে সুস্থ।

810

রোজ সকালে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। এতে তলপেটের মেদ কমবে। মিলবে উপকার। এমনকী শরীরে ব্যথাও উপশম হবে।

910

পর্যাপ্ত জল পান করুন। এতে শরীর হাইড্রেট থাকার সঙ্গে সঙ্গে শরীর থাকবে সুস্থ। কমবে মেদ।

1010

খেতে পারেন গরম জল। গরম জল খেলেও কমবে মেদ। এটি ডিটক্সের কাজ করে। মেনে চলুন বিশেষ টিপস।

Share this Photo Gallery
click me!

Latest Videos