স্বাচ্ছন্দ্যভাবে ঘুমিয়ে পড়ুন। তারপর চোখ বন্ধ করে সম্পূর্ণ ভাবে মনযোগ দিন আপনার নিঃশ্বাস প্রশ্বাসে। এরপর গভীর ভাবে শ্বাস নিতে থাকুন।
মুখের সমস্ত পেশি শিথিল করে দিন ধীরে ধীরে। প্রথমে কপাল, তারপর গাল, কানের নীচ, জিভও শিথিল হতে দিন। এরপর কাঁধ শিথিল করে দিন।