বদল করুন এই পাঁচ অভ্যেস, দূর হবে চোখের যাবতীয় সমস্যা, জেনে নিন কী কী

Published : Jan 17, 2023, 05:33 PM IST
eye

সংক্ষিপ্ত

রইল কয়টি খারাপ অভ্যেসের কথা। চোখ ভালো রাখতে বদল করুন এই সকল খারাপ অভ্যেস। এতে মিলবে উপকার।

চোখ নিয়ে নানান সমস্যা লেগেই থাকে। শুষ্ক চোখ, চুলকানি ভাব, চোখ লাল হয়ে যাওয়া কিংবা দৃষ্টি সংক্রান্ত সমস্যা লেগেই আছে। চোখের এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে বদল আনুন নিজের স্বভাবে। আজ রইল কয়টি খারাপ অভ্যেসের কথা। চোখ ভালো রাখতে বদল করুন এই সকল খারাপ অভ্যেস। এতে মিলবে উপকার।

অফিসের কাজ হোক কিংবা পড়াশোনার জন্য কম্পিউটার ব্যবহার করি সকলে। দিনের অধিকাংশটা কাটে কম্পিউটারের সামনে বসে। কিন্তু, জানেন কি এই করতে গিয়ে বাড়ছে বিপদ। দীর্ঘক্ষণ কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখের ক্ষতি হয়।

স্মোকিং-র কারণে চোখের ক্ষতি হয়। চোখ রক্ষা করতে চাই ধূমপান বন্ধ করুন। সিগারেটের ধোঁয়া চোখের জন্য ক্ষতিকারক। মেনে চলুন এই বিশেষ টিপস। অন্যদিকে একাধিক শারীরিক জটিলতা হতে পারে ধূমপানের জন্য। মেনে চলুন এই বিশেষ টিপস। বন্ধ করুন ধূমপান। এতে যেমন শারীরিক ভাবে সুস্থ থাকবেন তেমনই চোখ থাকবে সুরক্ষিত।

স্বাস্থ্য সমস্যার কারমে চোখের ক্ষতি হতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, থাইরয়েডের কারমে চোখের ক্ষতি হয়। তাই যারা এমন শারীরিক জটিলতায় ভুগছেন তারা নিয়মিত চোখের পরীক্ষা করান। তা না হলে বাড়তে পারে সমস্যা।

ঘুমের অভাবে চোখের ক্ষতি হতে পারে। যদি ৭ থেকে ৮ ঘন্টা না ঘুমান তাহলে যেমন বাড়তে পারে শারীরিক জটিলতা, সঙ্গে বাড়তে পারে চোখের সমস্যা। চোখ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথার মতো সমস্যার অন্যতম কারণ হল ঘুমের অভাব।

তেমনই শরীরে জলের অভাব হলে চোখে তার খারাপ প্রভাব পড়ে। শুষ্ক চোখ, চোখ লাল হওয়া, চোখে ফোটা ভাবের কারণ হল শরীরে জলের অভাব। তাই যে কোনও রোগ থেকে মুক্তি পেতে চাইলে মেনে চলুন এই বিশেষ টিপস।

চোখ লাল হয়ে যাওয়ার সমস্যা নতুন। শীতের মরশুমে প্রায়শই চোখ নিয়ে অনেকেই সমস্যায় ভুগে থাকেন। চোখ ফুলে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়ার মতো নানান সমস্যা দেখা দেয়। শীতের মরশুমে সকলেই নানান জটিলতায় ভুগে থাকেন। এই সময় থাকুন সতর্ক। তেমনই চোখ নিয়ে নানান সমস্যা লেগে থাকে। সেক্ষেত্রে মেনে চলুন এই সকল বিশেষ টিপস। বিশেষ করে বদল আনুন এই কয়টি জিনিস। দূর হবে চোখের সকল সমস্যা।

 

আরও পড়ুন-

গর্ভাবস্থায় মেনে চলুন এই কয়টি বিশেষ টিপস, দূর হবে অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধির সমস্যা

যৌনজীবনকে আরও বেশি করে রোম্যান্টিক করে তুলতে চান, কাজে লাগান সহজ ট্রিকস

এই ৫ টিপস সঙ্গীর সঙ্গে বেডরুমে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, অবশ্যই অনুসরণ করুন

PREV
click me!

Recommended Stories

শীতের দিনে গরম জলে পা ডুবিয়ে বসে থাকুন, আরাম পাবেন, সঙ্গে আছে অনেক উপকারিতা
গোটা আমলকি নাকি আমলকির রস কোনটি খাওয়া সবচেয়ে বেশি উপকারী জানুন!