সেক্সের সময় সঙ্গীকে খুশি করতে পারছেন না? এই একটা ফলের রস পুরুষদের দেবে দুর্দান্ত এনার্জি

Published : Feb 28, 2024, 04:55 PM IST

সঙ্গমের সময় বয়স বাড়লে যৌন ক্ষমতা কমতে থাকে। তবেযৌবনেও কাজের চাপে বা জীবনের নানা স্ট্রেসে বিছানায় এনার্জি পান না অনেকে। এমন একটি ফলের রস রয়েছে, যা পুরুষদের এনার্জি দেবে বিছানায় রাজত্ব করতে।

PREV
18

এটি নিয়মিত খেলে বয়স বাড়লেও যৌনক্ষমতা কমবে না বরং বাড়বে। যৌনচাহিদা বাড়াতে এবং দাম্পত্যকে উষ্ণ করে তুলতে প্রতিদিন খেতে পারেন এই ফলের রস।

28

এই ফলের উপকারিতা জানলে চোখ কপালে উঠবে। বেদানা পুষ্টিগুণে ভরপুর। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে বেদানা খুবই উপকারী।

38

কিন্তু অনেকের মনেই এই প্রশ্ন, পুরুষের বন্ধ্যাত্ব বা 'ইরেক্টাইল ডিসফাংশন'-এর ক্ষেত্রে এই ফল কি কাজে আসতে পারে? এর উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরাই।

48

বিশেষজ্ঞদের মতে, যদি কোনও পুরুষের সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকে অর্থাৎ সমস্যাটি গুরুতর না হয়, তবে এই ফলের রস অবশ্যই সাহায্য করতে পারে।

58

যে পুরুষরা প্রতিদিন এক গ্লাস বেদানা জুস খান তাদের 'ইরেক্টাইল ডিসফাংশন' এর মাত্রা কমে যায়। এটা অনেক ক্ষেত্রেই দেখা গেছে।

68

এ কারণে যারা রক্তস্বল্পতায় ভুগছেন তারা নিয়মিত বেদানা খেলে সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারেন। এছাড়াও এই ফলটি অনেক শারীরিক সমস্যার সমাধান করতে পারে।

78

এ ছাড়া বেদানা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। ফলে এই ফলের রস শরীরকে শক্তিশালী করে এবং যৌন শক্তি বাড়াতে পারে। রাতারাতি পুরুষত্বহীনতা নিরাময়ে সাহায্য করতে পারে বেদানা জুস।

88

তবে সমস্যা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করাই ভালো। অনেক পুরুষই নানা কারণে যৌন সমস্যার জন্য চিকিৎসকের কাছে যান না। পরিবর্তে তারা বিভিন্ন ঘরোয়া প্রতিকার অবলম্বন করতে পারেন।

click me!

Recommended Stories