
আমাদের শরীরে প্রত্যেকটা মানুষেরই বিভিন্ন জায়গায় তিল থাকে। জন্মের পর থেকেই হয়তো কারোর সেই তিল দেখা যায় বা কারোর দেরিতে সেটা প্রকাশ পায়।
কিন্তু জানেন কি আপনার এই তিল আপনাকে সমস্যার মুখে ঠেলে দিতে পারে। আপনার তিল থেকে ক্যান্সারও হতে পারে।
আপনার শরীরে কোনও তিল হয়তো দীর্ঘ দিন ধরে রয়েছে। কিন্তু দেখলেন হঠাৎ করেই সেটি বড় হয়ে উঠছে বা চামড়ায় ছড়িয়ে পড়ছে। এছাড়া যদি লক্ষ করেন হঠাৎ সেই তিল নিজের রং পরিবর্তন করতে শুরু করেছে তাহলে সতর্ক হোন! জানেন কি কোনও কোনও ক্ষেত্রে এই তিলই হয়ে উঠতে পারে ত্বকের ক্যানসারের প্রাথমিক লক্ষণ?
একটি অস্বাভাবিক তিল বা আঁচিল ক্যান্সারের লক্ষণ হতে পারে। বিশেষ করে মেলানোমা-এর লক্ষণ হতে পারে, তাই তিল বা আঁচিলে কোনো পরিবর্তন দেখলে (যেমন- অস্বাভাবিক আকৃতি, রঙ, বা আকার) অথবা নতুন কোনো উপসর্গ দেখা দিলে যেমন চুলকানি, রক্তপাত, বা ব্যথা হলে, দ্রুত একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
কয়েকটি লক্ষণ:
(১) আকার পরিবর্তন: যদি কোনও তিল হঠাৎ করে বড় হতে থাকে।
(২) রঙ পরিবর্তন: যদি তিলের রঙ কালো, বাদামি বা অন্য কোনও রঙে পরিবর্তিত হয়।
(৩) তিলের প্রকৃতি: যদি তিলের আকার অমসৃণ বা এলোমেলো হয়।
(৪) রক্তপাত: যদি কোনও তিল থেকে হঠাৎ রক্তপাত শুরু হয়।
(৫) ব্যাথা ও চুলকানি: যদি তিলে ব্যাথা বা চুলকানি হয়।
তিল থেকে রক্তপাত জনিত ক্যানসারের লক্ষণ গুলি কি কি?
যদি কোনও তিল হঠাৎ বড় হয়ে ওঠে এবং তা থেকে রক্তপাত শুরু হয়, তাহলে সাবধান হোন। এক্ষেত্রে তিলের কোষগুলো অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়ে ক্যানসারের ঝুঁকি বাড়িয়েছে। এই ধরনের লক্ষণ দেখা গেলে দেরি না করে দ্রুত একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।
মনে রাখবেন, সময়মতো রোগ ধরা পড়লে মেলানোমার চিকিৎসা সম্ভব। তাই শরীরের কোনও তিলে যদি উপরের লক্ষণগুলো দেখতে পান, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলুন।