ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। ছোট থেকে বড় অনেকেরই ক্যান্সার হয়। ক্যান্সার নিয়ে সতর্কতা বাড়াতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রায়পুরের ক্যান্সারের চিকিৎসক জয়েশ শর্মা। তিনি সোশ্যাল মিডিয়ায় ক্যান্সারের সচেতনতা নিয়ে একটি পোস্ট করেছেন।
ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। ছোট থেকে বড় অনেকেরই ক্যান্সার হয়। এই অবস্থায় ক্যান্সার নিয়ে সতর্কতা বাড়াতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রায়পুরের ক্যান্সারের চিকিৎসক জয়েশ শর্মা। তিনি সোশ্যাল মিডিয়ায় ক্যান্সারের সচেতনতা নিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি দেশের নাগরিকদের জানিয়েছেন, কী ভাবে বোঝাযাবে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিনা।
26
স্তনের ক্য়ান্সার
এজাতীয় ক্যান্সার সাধারণত মহিলাদর হয়ে থাকে। প্রথম থেকেই সচেতন হলে এজাতীয় সমস্যা এড়ানো যায় বলেও জানিয়েছেন। স্তনে কোনও জমা মাংসপিণ্ড বা স্ফীতি লক্ষ্য করলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণে এজাতীয় সমস্যা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
36
মুখের ক্যান্সার
চিকিৎসকের মতে মুখের ভিতর ছোট আলসার বা ঘা যদি ১৫ দিনের মধ্যে না সারে তাহলে সেটি মুখের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
হঠাৎ করে রক্তপাত হলে সেটি কখনও উপেক্ষা করা ঠিক নয়। কাশি হলে কফের সঙ্গে রক্ত উঠলে সেটা ফুসফুসের বা গলার ক্যান্সার হতে পারে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
56
জরায়ুর ক্য়ান্সার
চিকিৎসক বলেছেন, মহিলাদের ক্যান্সারে দ্বিতীয় স্থানে রয়েছে। ঋতুস্রাবের চক্র ছাড়া রক্তপাত হলেই বা রজোনিবৃত্তির পর হঠাৎ রক্তপাত দেখলে সতর্ক হন। চিকিৎসকের পরামর্শ।
66
চিকিৎসকের পরামর্শ
সোশ্যাল মিডিয়া পোস্টের শেষে চিকিৎসক লিখেছেন, 'এই পোস্ট পড়ে সকলেই আতঙ্কিত হয়ে পড়বেন। সকলেরই সকলেরই হয়তো মুখ থেকে রক্তপাত হয়েছে কখনও না কখনও। অধিকাংশ সময়েই উপসর্গগুলি ক্যানসারের চিহ্ন নয়। কিন্তু যদি রক্তপাতের পুনরাবৃত্তি হয়, তা হলে বুঝতে হবে, শরীর কিছু বলার চেষ্টা করছে। তখন আর দেরি করা উচিত নয়। চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যত তাড়াতাড়ি ধরা পড়বে, তত দ্রুত চিকিৎসা সম্ভব।'