এই ফ্ল্যাকসিড হল আদতে ওমেগা-৩ র রাজা। কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তিসির বীজে রয়েছে আলফা লিনোলেনিক অ্যাসিড। যা হৃদপিণ্ড এবং রক্ত সঞ্চালনের জন্য ভীষণ উপকারি। শরীরে ওমেগা-৩র ঘাটতি পূরণে এই ফ্ল্যাকসিড এক চামচ করে দই বা স্মুদি, স্যালাডের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।