নিমেষে দাঁতের যন্ত্রণা ভ্যানিশ হবে এই উপায়! ব্যবহার করলেই পেইন কিলারের মতো কাজে দেবে

Published : Jun 11, 2024, 10:52 PM IST
Wisdom Teeth

সংক্ষিপ্ত

নিমেষে দাঁতের যন্ত্রণা ভ্যানিশ হবে এই উপায়! ব্যবহার করলেই পেইন কিলারের মতো কাজে দেবে

বলে দাঁতে যন্ত্রণা নাকি মৃত্যু যন্ত্রণার মতো। হঠাৎ দাঁতে ব্যথা হলে তা থেকে বাঁচার উপায় নেই। কিন্তু এমন একটি উপাদান রয়েছে যা দাঁতের যন্ত্রণা থেকে আরাম দিতে পারে।

দাঁত হলুদ হয়ে গেলে বা দাঁতে ব্যথা থাকলে ১ চিমটি ফিটকিরি, ২ চিমটি রক সল্ট ও ২ কোয়া নিয়ে ১ গ্লাস জলে ফুটিয়ে নিতে হবে। ভাল করে ফুটে উঠলে এই জল ছেঁকে নিয়ে কুলকুচি করতে হবে। এটি দাঁতের ব্যথা এবং পাইরিয়ার সমস্যা থেকে মুক্তি দিতে পারে

সেই সঙ্গে লবঙ্গের তেল বা গোটা লবঙ্গ খেলে দাঁতের ব্যথাতে বেশ স্বস্তি অনুভূত হবে। লবঙ্গকে এক ধরনের প্রাকৃতিক মাউথ ফ্রেশনার বলা যেতে পারে। এটি মুখের দূর্গন্ধ দূর করতেও সাহায্য করে।

এ ছাড়া কর্পূর দাঁতের যন্ত্রণার জন্য অত্যন্ত উপকারী। যে দাঁতে ব্যথা অনুভব হচ্ছে সেখানে সামান্য কর্পূপ গুঁজে রাখলে সঙ্গে সঙ্গে আরাম বোধ হয়।

এ ছাড়া দাঁতের যত্ন নিতে রোজ উষ্ণ জলে কুলকুচি করতে হবে। রাতে দাঁত মাজার অভ্যাস একটি অত্যন্ত বাল অভ্যাস। এ ছাড়া মিষ্টি জাতীয় কোনও খাবার খেয়ে অবশ্যই কুলকুচি করতে হবে।

PREV
click me!

Recommended Stories

শীতকালীন অবসাদ জানেন কী হয়? মন ভালো করতে কেক বা চকলেট নয়, করুন এই কয়েকটি উপায়
৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস