ভারতেও আতঙ্ক ছড়াচ্ছে চিনের নতুন ভাইরাস, কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার?

করোনাভাইরাস অতিমারীর পাঁচ বছর পর ফের চিনে ছড়িয়ে পড়েছে নতুন শ্বাসকষ্টজনিত রোগ। ফলে ভারতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও এখনও এদেশে সংক্রমণের কথা জানা যায়নি।

২০২০ সালের শুরুতে যেভাবে চিন থেকে ভারতে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস, পাঁচ বছর পর কি ঠিক সেভাবেই হিউম্যান মেটানিউমোভাইরাসও চিন থেকে ভারতে ছড়িয়ে পড়বে? চিনে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। লক্ষণ একেবারে করোনাভাইরাসের মতো। ফলে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তবে দেশবাসীকে আশ্বস্ত করল স্বাস্থ্যমন্ত্রক। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চিনে শ্বাসকষ্টজনিত রোগ ছড়িয়ে পড়া নিয়ে ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পরিস্থিতি সামাল দিতে তৈরি ভারত। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘চিনের পরিস্থিতি অস্বাভাবিক নয়। শ্বাসকষ্টজনিত সংক্রমণ রোখার জন্য ভারত কার্যকর ভূমিকা পালন করছে। আমরা ভালোভাবে তৈরি। কোনও ঝুঁকি আছে কি না সে বিষয়ে জানার জন্য আধিকারিকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। পরিস্থিতির উপর নজর রাখছে সরকার। সবরকমভাবে খোঁজ নেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিনের পরিস্থিতির বিষয়ে যথাসময়ে সব তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।’

ভারতের পরিস্থিতি এখনও স্বাভাবিক

Latest Videos

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে এখনও পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। শনিবার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য যৌথ নজরদারি গোষ্ঠীর বৈঠক ডেকেছিল স্বাস্থ্যমন্ত্রক। তারপরেই দেশের পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করা হয়েছে। করোনাভাইরাসকে অতিমারী ঘোষণা করতে অনেকদিন সময় নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার যাতে এই ভাইরাসকে যাতে হাল্কাভাবে না নেওয়া হয়, সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করেছে কেন্দ্রীয় সরকার।

ভারতে সংক্রমণ হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে?

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এইচএমপিভি-র মতো জীবাণু ভারতে আছেই। ভারতে এখন যেরকম স্বাস্থ্য পরিকাঠামো আছে, তাতে যে কোনও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। সম্প্রতি দেশজুড়ে প্রস্তুতির বিষয়ে তথ্য নেওয়া হয়েছে। যদি শ্বাসকষ্টজনিত কোনও রোগ ছড়িয়ে পড়ে, তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দেশ ভালোভাবেই তৈরি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আবারও কি লকডাউনের আশঙ্কা? নয়া চিনা ভাইরাস HMPV-এর তাণ্ডবের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব, ধরা পড়লেই মৃত্যু

চিনে ছড়ালেও এখনও ভারতে প্রবেশ করেনি নয়া ভাইরাস, জানালেন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস

উৎপত্তি সেই চিনে, করোনাভাইরাসের ৫ বছর পর ছড়াচ্ছে একই ধরনের রোগ, 'অজানা সূত্র' নিয়ে আতঙ্ক

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের মারধরে আপনি চুপ কেন? মমতাকে প্রশ্ন Adhir Ranjan Chowdhury-র
Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
সন্ধ্যা হতেই ভয়ে কেউ বেরচ্ছে না! কুলতলির বাঘ এখন কোথায় জানেন! দেখুন | Kultali Tiger Video
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News