ভোট না দিলেই ফেরত দিতে হবে তিন মাসের বেতন! নেওয়া হবে জরিমানাও, এইসব দেশের নিয়ম জানেন?

Published : Apr 29, 2024, 10:28 PM IST
If you dont attained vote you will be punish in these countries know some wired voting rules anbak

সংক্ষিপ্ত

ভোট না দিলেই পেতে হবে শাস্তি! এইসব দেশের নিয়ম জানলে অবাক হয়ে যাবেন….

ভোট না দিলে পেতে হবে শাস্তি! নিয়ম জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। ভোটদান হল প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। তবে ভারতে কেউ ভোট দেবেন না দেবেন না তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। ভোট দেওয়া না দেওয়া তার উপর নির্ভর করে। তাতে কোনও রকম বাধ্যবাধকতা নেই। কিন্তু জানলে অবাক হবেন এমন কিছু দেশ রয়েছে যে দেশে ভোট না দিলে শাস্তি পেতে হয় এবং এমন শাস্তি পেতে হয় যা জানলে সত্যিই চমকে যাবেন। বিশ্বের এমন ১৯টি দেশ রয়েছে যেখানে ভোট না দিলে নাগরিকদের শাস্তির মুখেও পড়তে হয় ৷

আসুন জেনে নেওয়া যাক দেশগুলির নাম-

অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, চিলে, সাইপ্রাসের মতো দেশ ভোট না দিলেই শাস্তি পেতে হয়।

এ ছাড়াও কঙ্গো, ইকুয়েডর, ফিজি, পেরু, সিঙ্গাপুর, তুরস্ক, উরুগুয়ে, এবং সুইৎজারল্যান্ডও এই তালিকায় রয়েছে ৷

সিঙ্গাপুরে কোনও নাগরিক ভোট না দিলে তাঁর ভোটদানের অধিকারই কেড়ে নেওয়া হয় ৷ অন্যদিকে ব্রাজিলে ভোট না দিলে পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় ৷ আবার বলিভিয়ায় ভোট না দিলে তিন মাসের বেতন ফেরত দিতে হয় ৷ বেলজিয়ামে ভোট না দিলে মোটা টাকা জরিমানা দিতে হয় ৷

PREV
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস
ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী