ভোট না দিলেই ফেরত দিতে হবে তিন মাসের বেতন! নেওয়া হবে জরিমানাও, এইসব দেশের নিয়ম জানেন?

ভোট না দিলেই পেতে হবে শাস্তি! এইসব দেশের নিয়ম জানলে অবাক হয়ে যাবেন….

ভোট না দিলে পেতে হবে শাস্তি! নিয়ম জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। ভোটদান হল প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। তবে ভারতে কেউ ভোট দেবেন না দেবেন না তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। ভোট দেওয়া না দেওয়া তার উপর নির্ভর করে। তাতে কোনও রকম বাধ্যবাধকতা নেই। কিন্তু জানলে অবাক হবেন এমন কিছু দেশ রয়েছে যে দেশে ভোট না দিলে শাস্তি পেতে হয় এবং এমন শাস্তি পেতে হয় যা জানলে সত্যিই চমকে যাবেন। বিশ্বের এমন ১৯টি দেশ রয়েছে যেখানে ভোট না দিলে নাগরিকদের শাস্তির মুখেও পড়তে হয় ৷

আসুন জেনে নেওয়া যাক দেশগুলির নাম-

Latest Videos

অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, চিলে, সাইপ্রাসের মতো দেশ ভোট না দিলেই শাস্তি পেতে হয়।

এ ছাড়াও কঙ্গো, ইকুয়েডর, ফিজি, পেরু, সিঙ্গাপুর, তুরস্ক, উরুগুয়ে, এবং সুইৎজারল্যান্ডও এই তালিকায় রয়েছে ৷

সিঙ্গাপুরে কোনও নাগরিক ভোট না দিলে তাঁর ভোটদানের অধিকারই কেড়ে নেওয়া হয় ৷ অন্যদিকে ব্রাজিলে ভোট না দিলে পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় ৷ আবার বলিভিয়ায় ভোট না দিলে তিন মাসের বেতন ফেরত দিতে হয় ৷ বেলজিয়ামে ভোট না দিলে মোটা টাকা জরিমানা দিতে হয় ৷

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর