শরীরের হজম ক্ষমতা-সহ অন্যান্য সুস্থতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার খাদ্যাভ্যাস। সেক্ষেত্রে বেশ কিছু খাবার আছে যেগুলি একসঙ্গে খেলেই হতে পারে বড় বিপদ। দেখুন কোন কোন খাওয়ার একসঙ্গে একেবারেই খাওয়া উচিত নয়।
এই তালিকায় প্রথমেই নাম থাকে দই এবং লেবু। লেবু বা লেবু জাতীয় কোনও টক ফল কখনওই দই-এর সঙ্গে খাওয়া উচিত নয়। যেহেতু টক ফলে অ্যাসিডের উপস্থিতি থাকে তাই তা দই-এর সঙ্গে খেলে শরীরের ক্ষতি হয়।
25
দ্বিতীয় স্থানে থাকে দুধের সঙ্গে মশলাদার খাবার। দুধ খাবার আগে বা পড়ে মাংস বা এই জাতীয় কোনও মশলাদার খাবার খাওয়া একেবারেই উচিত নয়। এতে বদহজমের সম্ভাবনা থাকে।
35
অবাক লাগলেও গবেষণা বলছে পনিরের সঙ্গে পালং শাকও স্বাস্থ্যের পক্ষে বিরুপ প্রভাব ফেলে।
45
আয়ুরবেদ অনুসারে আমের সঙ্গে দুধ বা দুগ্ধজাত দ্রব্য গ্রহনও স্বাস্থ্যের পক্ষে অপকারী। এর ফলে দেহে টক্সিন উৎপন্ন হয় বলে দাবি করা হচ্ছে।
55
ভারতের বিখ্যাত জুঁটি ডাল-ভাতও সুস্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। যেহেতু এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকছে ফলে এটি হজম করা কিছুটা শক্ত।